হোম > বিশ্ব > ইউরোপ

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্ত ‘ভয়ংকর’: প্রিন্স চার্লস 

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর ব্রিটিশ সরকারের সিদ্ধান্তকে ‘ভয়ংকর’ বলে আখ্যা দিয়েছেন প্রিন্স চার্লস। আগামী সপ্তাহে ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের একটি দলকে নিয়ে একটি ফ্লাইট ইংল্যান্ড ত্যাগ করার কথা রয়েছে। সেদিকে দৃষ্টি আকর্ষণ করেই তিনি এই মন্তব্য করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ চার্লস সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত এবং উদ্বিগ্ন। দ্য টাইমস আরও জানিয়েছে, আগামী কমনওয়েলথ সম্মেলনে ব্রিটিশ সরকারের এই বিতর্কিত নীতিটি অন্যতম আলোচনার ইস্যু হয়ে উঠতে পারে। উল্লেখ্য, চার্লস সেই সম্মেলনে তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব করবেন।

দ্য টাইমস একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘তিনি বলেছেন, তিনি এই নীতির বিষয়ে মারাত্মকভাবে হতাশ। তিনি আরও বলেছেন, তিনি মনে করেন যে এ বিষয়ে সরকারের সমগ্র প্রক্রিয়াই ভয়াবহ। এটি নিশ্চিত যে তিনি সরকারের এমন সিদ্ধান্তে আশাবাদী নন।’

এদিকে, গার্লসের এক মুখপাত্র জানিয়েছেন তাঁরা নাম-সূত্র উল্লেখহীন এই কথোপকথনের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। গার্লসের মুখপাত্র বলেছেন, ‘আমরা যুবরাজের সঙ্গে কথিত ব্যক্তিগত কথোপকথন নিয়ে কোনো মন্তব্য করব না। তবে আমরা নিশ্চিত করতে পারি—তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকবেন। যেকোনো নীতিমালা গ্রহণের দায় সরকারের।’ 

এর আগে, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সরকার জানিয়েছিল—তারা দেশটিতে অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠিয়ে দেবে। মানব পাচার, চোরাচালান নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের ঢল ঠেকানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা