ঢাকা: নিজের দ্বিতীয় উপন্যাস ‘অ্যাট নাইট, অল ব্লাড ইজ ব্ল্যাক’–এ একজন তরুণের কাহিনি বর্ণনা করেছেন দাভিদ দিওপ। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে লড়েছিলেন সেই তরুণ। এবারের বুকার পুরস্কার জিতে নিয়েছে উপন্যাসটি। দাভিদ দিওপ হলেন প্রথম ফরাসি লেখক, যিনি এই পুরস্কার পেলেন। সেনেগালিজ বংশোদ্ভূত দাভিদ মূলত প্রথম বিশ্বযুদ্ধে নিজের প্রপিতামহের অভিজ্ঞতাই লিখেছেন।
৫০ হাজার পাউন্ডের এই পুরস্কার দাভিদ ও তাঁর বইয়ের অনুবাদক মার্কিন লেখক ও কবি অ্যানা মসচোভাকিসের মধ্যে ভাগ হবে। এ বছর বুকার পুরস্কারের জন্য মোট পাঁচটি বই চূড়ান্ত তালিকায় ছিল। শেষ পর্যন্ত বিচারকেরা দাভিদের উপন্যাসকেই বেছে নিয়েছেন।
নিউ ইয়র্ক টাইমস বইটির সমালোচনায় লিখেছিল, ‘অসাধারণ উপন্যাস। প্রথম বিশ্বযুদ্ধের এক শ বছর পার করে একজন আফ্রিকান লেখক মানব ইতিহাসের রক্তের দাগ নিয়ে প্রশ্ন তুলেছেন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দাভিদ দিওপ সম্প্রতি বলেছেন, তাঁর প্রপিতামহ যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে স্ত্রী বা মাকে কিছু বলতেন না। তাই তিনি বিষয়টি জানতে আরও উৎসুক হয়ে পড়েন এবং তা জেনে নেন।
উপন্যাসটি নিয়ে বিচারকদের মন্তব্য—এই গল্পটি হলো প্রবল শক্তিধর দেশগুলোর যুদ্ধ, ভালোবাসা ও পাগলামির কাহিনি। দাভিদ অবশ্য এই বইয়ের জন্য ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন।