হোম > বিশ্ব > ইউরোপ

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বিরক্ত রাজা চার্লস! 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন গত বৃহস্পতিবার। রীতি অনুযায়ী গতকাল শনিবার রানির বড় ছেলে চার্লসকে রাজা ঘোষণা করেছে অভিষেক কাউন্সিল। তিনি এখন রাজা তৃতীয় চার্লস। 

অভিষেক অনুষ্ঠানের একটি দৃশ্যে রাজা তৃতীয় চার্লসকে অত্যন্ত বিরক্ত ভঙ্গিতে রাজ কর্মচারীদের কিছু নির্দেশনা দিতে দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। 

রাজা হিসেবে অভিষিক্ত হওয়ার ঘোষণাপত্রে স্বাক্ষর করার আগমুহূর্তে এই ঘটনা ঘটে। রাজা হাতে কিছু নথি নিয়ে তাঁর ডেস্কে বসতে যান। কিন্তু কলমদানি ও কালির দোয়াত তাঁর সামনেই ছোট্ট ডেস্কটির ওপর এমনভাবে রাখা যে নথিপত্র রাখার স্থান নেই। এতে অত্যন্ত বিরক্ত হন রাজা। তিনি চোখমুখে বিরক্তি নিয়ে তাঁর সহচরদের টেবিল পরিষ্কার করতে বলেন। সেটি রাজার শরীরী ভাষাতেও স্পষ্ট হয়ে ওঠে। 

রাজার অভিষেকের এই বিব্রতকর মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ মুহূর্তটিকে হাস্যকর বলেছেন। অন্যরা বেশ আশ্চর্য হয়েছেন। একজন লিখেছেন, ‘কাজের প্রথম দিনই তিনি বিরক্ত! হাস্যকর!’ আরেকজন লিখেছেন, ‘এমন পরিস্থিতিতে আমিও বিরক্ত হতাম।’ 

 ৭৩ বছর বয়সে নতুন রাজা হিসেবে শপথ নিলেন চার্লস। অভিষেকের পর রাজা চার্লস জাতির উদ্দেশে প্রথম ভাষণে বলেন, ‘রানি নিজেকে যেমন অটল নিষ্ঠার সঙ্গে দায়িত্বে নিয়োজিত করেছিলেন, আমিও এখন দৃঢ়তার সঙ্গে তার অনুসরণ করব।’

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন