হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার কাছ থেকে প্রতিদিন ৫০০ মিটার এলাকা পুনরুদ্ধারের নির্দেশ জেলেনস্কির 

ইউক্রেনের সেনাদের রণক্ষেত্রে প্রতিদিন রাশিয়ার দখল করা ভূমিতে অন্তত ৫০০ মিটার করে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি বলেছেন, রাশিয়ার দখলদার সেনাদের হত্যা করে তাদের আক্রমণ প্রতিহত করতে হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেছেন। 

বেশ কয়েক মাস আগে রাশিয়ার বিরুদ্ধে বহুল আলোচিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এতে উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হলেও রাশিয়ার কাছ থেকে খুব বেশি জায়গা পুনরুদ্ধার করতে পারেনি ইউক্রেন। এই অবস্থায় কিছুদিন আগে এক সাবেক শীর্ষ মার্কিন জেনারেল সতর্ক করে বলেছিলেন, পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়ার মতো সময় ইউক্রেনের হাতে নেই। শীত শুরু হয়ে গেলে ইউক্রেনের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়া সম্ভব হবে না। 

রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর ভিডিও ভাষণে বলেছেন, ‘ইউক্রেনের প্রতিদিন ইতিবাচক ফলাফল দরকার। আমাদের রুশ আক্রমণ ঠেকিয়ে দিতে হবে। দখলদারদের হত্যা করে এগিয়ে যেতে হবে। আমাদের প্রতিদিন অন্তত ১ কিলোমিটার, না হয় অন্তত ৫০০ মিটার হলেও দখল করতে হবে। ইউক্রেনের অবস্থান উন্নত করতে এবং দখলদার চাপে রাখতে আমাদের প্রতিদিন এগিয়ে যেতে হবে।’ 
 
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয়দের মনোবল চাঙা এবং পর্যাপ্ত বিদেশি সহায়তা নিশ্চিত করতে চাইলে আমাদের এই অগ্রগতি ধরে রাখতে হবে।’ এ সময় তিনি জানান, আগামী সপ্তাহ ইউক্রেনের জন্য অনেকগুলো সুযোগ নিয়ে হাজির হবে। 

জেলেনস্কি এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রজাতন্ত্রের আভদিভকা শহরের কাছাকাছি অগ্রসর হয়েছে। সেখানে ইউক্রেন ও রাশিয়ার সৈন্যদের মধ্যে তীব্র লড়াই চললেও অগ্রগতি আপাতদৃষ্টিতে রাশিয়ারই।

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি