হোম > বিশ্ব > ইউরোপ

সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ইউক্রেনের

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের শহরগুলোতে সবচেয়ে বড় পরিসরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার জানিয়েছে কিয়েভ। রাশিয়া ও ক্রিমিয়াকে সংযুক্তকারী একমাত্র সেতুতে বিস্ফোরণের জেরে সোমবার সকালে ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এসব ক্ষেপণাস্ত্র আকাশ, ভূমি ও সাগর থেকে ছোড়া হয়েছে। হামলায় অন্তত ১৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। এ ছাড়া জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্রের আঘাতের পর বেশ কিছু অঞ্চলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকটি এলাকায় দেখা দেয় পানির সংকটও। 

দেশটির রাজধানী কিয়েভ ছাড়াও লভিভ, তেরনোপিল ও জেতোমের, দিনিপ্রো, ক্রেমেনচুক, জাপোরিঝিয়া ও খারকিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। 

এই হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। বাইডেনের সঙ্গে আলাপের পর জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে লেখেন, ‘আমাদের প্রতিরক্ষা সহযোগিতার প্রথম অগ্রাধিকার আকাশ প্রতিরক্ষা।’ 

এরপর রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সবকিছু করব আমরা। যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য আরও যন্ত্রণাদায়ক করে তুলব আমরা।’ 

এদিকে জো বাইডেন জেলনস্কিকে জানিয়েছেন, ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া রুশ হামলাকে বর্বরতা ও নৃশংসতা হিসেবে উল্লেখ করে বাইডেন বলেন, এটি প্রেসিডেন্ট পুতিনের অনৈতিক যুদ্ধ। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট