ভারতসহ ছয়টি দেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এভগেনি ইভানভের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা তাস।
ইভানভ বলেছেন, ভারত ছাড়াও অ্যাঙ্গোলা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিরিয়া ও ফিলিপাইনের জন্য ভিসা সহজ করা হচ্ছে। এ বিষয়ে দেশগুলোর সঙ্গে কাজ করা হচ্ছে।
এর আগে ইভানভ বলেছিলেন, ১১টি দেশের সঙ্গে ভিসা-ফ্রি ভ্রমণের বিষয়ে আন্তসরকারি চুক্তির প্রস্তুতি নিচ্ছে মস্কো। দেশগুলো হলো বাহরাইন, ওমান, সৌদি আরব, বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোজ, হাইতি, জাম্বিয়া, কুয়েত, মালয়েশিয়া, মেক্সিকো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসন শুরুর পর থেকে বহু মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ইউক্রেনের লাখ লাখ মানুষ। দ্বিতীয় বছরে গড়ালেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামার কোনো সুস্পষ্ট লক্ষণ নেই।
যুদ্ধ শুরুর পর থেকে চীন, ভারত ও আফ্রিকার দেশগুলোর দিকে ঝুঁকছে রাশিয়া। ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের সম্পর্ক জোরালো করার উপায় খুঁজছে মস্কো।
যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানো ও নিষেধাজ্ঞা আরোপ করলেও চীন ও ভারত তা থেকে বিরত থেকেছে। ভারত শুরু থেকেই নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে। এমনকি রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে রেকর্ড করেছে দেশটি।