আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি রাশিয়ায় নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ান বার্তা সংস্থা আরআইএকে তিনি এমনটি জানিয়েছেন।
গত ১৫ আগস্ট কাবুল দখল করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এই বিদ্রোহী গোষ্ঠীটি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটি থেকে পশ্চিমা দেশগুলোতে পালিয়ে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা। অনেকে আবার মধ্য এশিয়ার দেশগুলোতে ঢোকার চেষ্টাও করছেন।
এর সমালোচনা করে পুতিন বলেন, কিছু পশ্চিমা দেশ আফগান শরণার্থীদের প্রতিবেশী মধ্য এশিয়ার দেশগুলো পাঠানোর চেষ্টা করছে। রাশিয়া চায় না শরণার্থীর বেশে আফগান জঙ্গিরা রাশিয়ায় প্রবেশ করুক।