হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। ‘মিডিয়াজোনা’ নামে একটি স্বাধীন সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মস্কো টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথমবারের মতো কোনো বিদেশি সরকার প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রুশ কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে নিজ দেশের একটি শহর থেকে সোভিয়েত আমলের একটি স্মারক ভাস্কর্য সরিয়ে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়ার পর থেকেই রাশিয়ায় ওয়ান্টেড লিস্টে ছিলেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস। সোভিয়েত আমলের স্মারক ভাস্কর্য থাকা নারভা নামে এস্তোনিয়ার ওই শহরটি রাশিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী টাইমার পিটারকপের নামও রয়েছে। তবে এই দুজনের বিরুদ্ধে কী অভিযোগ সেই সম্পর্কে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেটাবেইসে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

মিডিয়াজোনা জানিয়েছে, রাশিয়ার তদন্ত কমিটি পূর্ব ইউরোপের দেশগুলোর কয়েক ডজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে। এসব অভিযোগের মধ্যে সোভিয়েত আমলের স্মারক ভাস্কর্য ধ্বংসের বিষয়টি অন্যতম। পরবর্তীতে ক্রেমলিনও নিশ্চিত করেছে যে, স্মারক ভাস্কর্য ধ্বংস চেষ্টার জন্যই বেশ কয়েকজন বিদেশি রাজনৈতিক নেতা ও কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ বিষয়ে আজ মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্যাসকভ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এরা সেই সব লোক যারা আমাদের দেশের ঐতিহাসিক স্মারকগুলোর বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।’

এদিকে কাজা ক্যালাস এবং পিটারকপের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সতর্ক বার্তায় বলেছেন—এই গ্রেপ্তারি পরোয়ানা সবে শুরু মাত্র।

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে জোরালো সমর্থন দিয়ে আসছে এস্তোনিয়া এবং এর বাল্টিক প্রতিবেশী লাটভিয়া ও লিথুনিয়া। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই তিনটি রাষ্ট্রই ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হয়।

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১