হোম > বিশ্ব > এশিয়া

সাবেক আফগান এমপি মুরসাল নবিজাদাকে নিজবাড়িতে গুলি করে হত্যা

আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য মুরসাল নবিজাদাকে কাবুলের বাড়িতে গুলি করা হত্যা করা হয়েছে। গুলিতে তাঁর দেহরক্ষীও নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববারের এ ঘটনায় মুরসাল নবিজাদার (৩২ বছর) ভাই ও অপর এক দেহরক্ষীও হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, এই ঘটনার গুরুতর তদন্ত শুরু হয়েছে। তবে আহতদের পরিচয়সহ বিস্তারিত জানা যায়নি।

২০২১ সালের আগস্টে তালেবান গোষ্ঠী ক্ষমতায় আসার পর যে কয়জন নারী আইনপ্রণেতা কাবুলে ছিলেন, মুরসাল নবীজাদা তাঁদের একজন। নিহত এই আইনপ্রণেতার সাবেক সহকর্মীরা তাঁকে ‘নির্ভীক’ হিসেবে প্রশংসা করেছিলেন। কারণ তালেবানরা ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও তিনি কাবুল ছেড়ে যাননি। 

সাবেক আইনপ্রণেতা মরিয়ম সোলাইমানখিল টুইটারে লিখেছেন, নবীজাদা ছিলেন একজন সত্যিকার নির্ভীক ও স্পষ্টবাদী নারী যিনি বিপদের মুখেও যা বিশ্বাস করতেন, তার পক্ষে ছিলেন। তিনি আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও জনগণের পাশে থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নবীজাদা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে জন্মেছিলেন। ২০১৮ সালে তিনি কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তালেবান দখলের আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। নবীজাদা সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটেও কাজ করেছেন। 

নবীজাদার নিহতের ঘটনায় ক্ষোভ ও দুঃখপ্রকাশ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হান্না নিউম্যান। তিনি বলেছেন, ‘আমি বিশ্বকে জানাতে চাই যে এ ঘটনায় আমি ভীষণ দুঃখিত এবং ক্ষুব্ধ। তাঁকে হত্যা করা হয়েছে অন্ধকারে কিন্তু তালেবানেরা তাঁদের বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা তৈরি করে দিনের আলোতেই।’ 

আফগানিস্তানের সাবেক একজন শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, তিনি নবীজাদার মৃত্যুতে শোকাহত এবং আশা করেন অপরাধীদের শাস্তি হবে। 

তালেবানেরা ক্ষমতায় আসার পর মার্কিন সমর্থিত আফগান সরকারের অনেক নারী কর্মকর্তাই দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু মুরসাল নবীজাদা দেশেই ছিলেন। 

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়