হোম > বিশ্ব > এশিয়া

ভারতীয় স্বামীকে ফিরে পেতে বাংলাদেশি সোনিয়ার জন্য লড়বেন পাকিস্তানি সীমার আইনজীবী

কয়েক দিন আগেই সন্তান নিয়ে স্বামীর খোঁজে ভারতে যান বাংলাদেশি সোনিয়া আখতার। তবে উত্তর প্রদেশের নয়ডার বাসিন্দা সৌরভ তিওয়ারি বিয়ের কথা অস্বীকার করেছেন। স্বামীকে ফিরে পাওয়ার জন্য সোনিয়ার লড়াই এবার নাটকীয় মোড় নিয়েছে। 

দ্য ফ্রি প্রেস জার্নালের খবরে বলা হয়, ভারতে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিতে এপি সিংকে আইনজীবী নিয়োগ করেছেন তিনি। প্রেমের টানে ভারতে যাওয়া পাকিস্তানি সীমা হায়দারের পক্ষে লড়ছেন এ আইনজীবী।

অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে ২০১৯ সালে ভারতীয় যুবক শচীনের সঙ্গে পরিচয় ঘটে ৩০ বছর বয়সী সীমা হায়দারের। চার সন্তান নিয়ে তিনি পাকিস্তানের করাচিতে থাকতেন। তাঁর স্বামী সৌদি আরবে কাজ করেন। 

শচীনের সঙ্গে বন্ধুত্ব একসময় প্রেমে পরিণত হলে সন্তানদের নিয়ে নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করেন সীমা। পরে ভারতের গ্রেটার নয়ডায় একটি ভাড়া বাড়িতে তাঁরা বসবাস করতে থাকেন। শচীন মিনাকে বিয়ে করতে তাঁর পক্ষেও আইনি লড়াই করছেন এপি সিং।

সোনিয়াকে উদ্ধৃত করে দ্য ফ্রি প্রেস জার্নাল বলছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন সৌরভ তিওয়ারি। ২০২০ সালে ঢাকায় সোনিয়াকে বিয়ে করেন তিনি। বিয়ের জন্য সৌরভ তখন ‘ধর্মান্তরিত’ হন। কিন্তু এরপর হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে যান সৌরভ এবং সোনিয়াকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করেন।

পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, উত্তর প্রদেশের নয়ডায় থাকেন সৌরভ তিওয়ারি। বাংলাদেশে যাওয়ার আগেই বিয়ে করেন সৌরভ তিওয়ারি। তিনি দুই সন্তানের জনক। একবছরের ছেলেকে নিয়ে নয়ডায় থাকছেন সোনিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদনের পর তাঁর জন্য প্রখ্যাত আইনজীবী এপি সিংকে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক শচীন মিনাকে বিয়ে করতে ভারতে যাওয়া পাকিস্তানি নাগরিক সিমা হায়দারের পক্ষে আইনি লড়াই করছেন এপি সিং।

সৌরভ তিওয়ারি বিয়ের কথা অস্বীকার করলেও তাঁর সঙ্গেই বাকি জীবন কাটাতে চান সোনিয়া। তিনি বলেন, ‘তিনি (সৌরভ) এখন আমাকে স্বীকার করছেন না। আমাকে তাঁর ঘরে নিয়ে যাচ্ছেন না। আমি একজন বাংলাদেশি। প্রায় তিন বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। আমার একটাই চাওয়া, সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে থাকতে চাই।’

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে