হোম > বিশ্ব > এশিয়া

অধিকৃত পশ্চিমতীরে নির্মাণাধীন ইহুদি উপাসনালয় ধসে নিহত ২, আহত ১৫৭

ঢাকা: ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে নির্মাণাধীন সিনাগগ ধসে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববারের এই দুর্ঘটনায় আরও দেড় শতাধিক আহত হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর জেরুজালেমের অবৈধ ইহুদি বসতি গিভাত জিভে অবস্থিত ওই সিনাগগে শভোট অনুষ্ঠান চলাকালে এ দুর্ঘটনা ঘটে। ইহুদিদের শভোট হলো বসন্তের ফসল কাটার উৎসব। ইহুদি পঞ্জিকা অনুযায়ী এ দিন মুসাকে সিনাই পর্বতে তাওরাত দেওয়া হয়েছিল। এ দিন সারা রাত তারা তাওরাত পাঠ করে। কট্টর অর্থোডক্স ইহুদিদের এই সিনাগগে কয়েকশ মানুষ জড়ো হয়েছিল।

ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক সেবা প্রতিষ্ঠান মেগান ডেভিড অ্যাডমের মুখপাত্র চ্যানেল ১৩ কে বলেন, এ ঘটনা ১৫৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দুজনের মধ্যে একজন বয়স ৫০ বছর ও আরেকজনের বয়স ১২ বছর।

গিভাত জিভের মেয়র বলেন, ভবনটি অসম্পূর্ণ এবং বিপজ্জনক ছিল। জেরুজালেমের পুলিশ প্রধান ডোরোন তুর্গম্যান বলেন, অবহেলার কারণেই বিপর্যয় ঘটেছে। দোষীদের গ্রেপ্তার করা হতে পারে।

এর আগে গত ২৯ এপ্রিলও উত্তর ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৫ জন ইহুদি মারা গিয়েছিল।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!