হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ায় নতুন রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে ডেলটা

অস্ট্রেলিয়ায় নতুন রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে করোনার অতি সংক্রামক ধরন ডেলটা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০-এর বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ রোববার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ১ হাজার ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার এই দুই জনবহুল রাজ্যে গত এক দিনে করোনায় ১৩ জন মারা গেছেন। এই রাজ্যগুলোতে কয়েক সপ্তাহ ধরেই লকডাউন চলছে। 

৫৮ দিন ধরে করোনাশূন্য ছিল অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপ। গত এক দিনে সেখানেও একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হলে লকডাউন তুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যগুলোর সরকার। নিউ সাউথ ওয়েলসে অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে লকডাউন তুলে দেওয়া হবে। এর কয়েক সপ্তাহ পরেই ভিক্টোরিয়া রাজ্যের লকডাউন তুলে দেওয়া হবে বলে জানা গেছে। 

ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ডেনিয়েল অ্যান্ড্রু রোববার বলেন, `আমাদের নার্স, অ্যাম্বুলেন্স কর্মী ও ডাক্তারদের জন্য এটি কঠিন এবং সবচেয়ে চ্যালেঞ্জিং সময়।' 

বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় কম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৩৪ জন।

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা

থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় বন্যা, ভ্রমণের আগে পর্যটকদের যা জানা দরকার