হোম > বিশ্ব > এশিয়া

স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্টের সাজা মওকুফের সুপারিশ করবেন দ. কোরিয়ার প্রধানমন্ত্রী 

স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্টের সাজার মেয়াদ ‘মওকুফ করতে’ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সুপারিশ করবেন দেশটির প্রধানমন্ত্রী। দেশটির পার্লামেন্টে স্থানীয় সময় আজ বুধবার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী হান ডাক সু এই কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গত বছরের জানুয়ারি মাসে বিশ্বের সর্ববৃহৎ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট জে ওয়াই লি ঘুষ গ্রহণ এবং অর্থ আত্মসাতের দায়ে ৩০ মাস কারাদণ্ডে দণ্ডিত হন। পরে ১৮ মাস কারাদণ্ড ভোগের পর গত বছরের আগস্টে প্যারোলে মুক্তি পান তিনি। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার দেশটির পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক সু জানান, তিনি জে ওয়াই লি এর সাজার মেয়াদ মওকুফ করতে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে সুপারিশ করবেন। প্রধানমন্ত্রী পার্লামেন্টে আরও জানান, লি ছাড়াও দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সাজা মওকুফের সুপারিশও করবেন তিনি।

প্রেসিডেন্ট ইউন সুক-ইওল প্রধানমন্ত্রীর সুপারিশ গ্রহণ করলে, আগামী ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসে জে ওয়াই লিসহ অন্যদের দণ্ড মওকুফের বিষয়টি ঘোষণা করা হতে পারে। দেশটির ঐতিহ্য অনুসারে দেশটির প্রেসিডেন্ট ওই দিনই সাধারণত দণ্ড মওকুফের আনুষ্ঠানিক ঘোষণা দেন। 

তবে, আগামী শুক্রবারই লি-এর সাজার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে, এই ধরনের ক্ষমার প্রতীকী তাৎপর্য বিশাল। কারণ, এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট আগামী দিনে নৈতিকভাবে আরও দৃঢ় এবং মুক্তভাবে তাঁর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। 

তবে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গত সপ্তাহে এই বিষয়ে একটি প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে