হোম > বিশ্ব > এশিয়া

স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্টের সাজা মওকুফের সুপারিশ করবেন দ. কোরিয়ার প্রধানমন্ত্রী 

স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্টের সাজার মেয়াদ ‘মওকুফ করতে’ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সুপারিশ করবেন দেশটির প্রধানমন্ত্রী। দেশটির পার্লামেন্টে স্থানীয় সময় আজ বুধবার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী হান ডাক সু এই কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গত বছরের জানুয়ারি মাসে বিশ্বের সর্ববৃহৎ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট জে ওয়াই লি ঘুষ গ্রহণ এবং অর্থ আত্মসাতের দায়ে ৩০ মাস কারাদণ্ডে দণ্ডিত হন। পরে ১৮ মাস কারাদণ্ড ভোগের পর গত বছরের আগস্টে প্যারোলে মুক্তি পান তিনি। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার দেশটির পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক সু জানান, তিনি জে ওয়াই লি এর সাজার মেয়াদ মওকুফ করতে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে সুপারিশ করবেন। প্রধানমন্ত্রী পার্লামেন্টে আরও জানান, লি ছাড়াও দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সাজা মওকুফের সুপারিশও করবেন তিনি।

প্রেসিডেন্ট ইউন সুক-ইওল প্রধানমন্ত্রীর সুপারিশ গ্রহণ করলে, আগামী ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসে জে ওয়াই লিসহ অন্যদের দণ্ড মওকুফের বিষয়টি ঘোষণা করা হতে পারে। দেশটির ঐতিহ্য অনুসারে দেশটির প্রেসিডেন্ট ওই দিনই সাধারণত দণ্ড মওকুফের আনুষ্ঠানিক ঘোষণা দেন। 

তবে, আগামী শুক্রবারই লি-এর সাজার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে, এই ধরনের ক্ষমার প্রতীকী তাৎপর্য বিশাল। কারণ, এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট আগামী দিনে নৈতিকভাবে আরও দৃঢ় এবং মুক্তভাবে তাঁর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। 

তবে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গত সপ্তাহে এই বিষয়ে একটি প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান।

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক