হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় ডিটেনশন ক্যাম্পে দাঙ্গা, পালাতে গিয়ে ৬ রোহিঙ্গা নিহত

মালয়েশিয়ায় অভিবাসী ডিটেনশন ক্যাম্পে দাঙ্গার ঘটনায় মিয়ানমার থেকে পালিয়ে আসা ছয় রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে এই দাঙ্গার ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তর পেনাংয়ের সুঙ্গাই বাকাপ অস্থায়ী অভিবাসী ডিটেনশন ক্যাম্পে দাঙ্গার ঘটনার পর শত শত রোহিঙ্গা পালাতে শুরু করে। পথে গাড়ির ধাক্কায় ওই ছয়জন নিহত হয়।

এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পক্ষ থেকে বলা হয়, অভিবাসী ডিটেনশন ক্যাম্প থেকে ৫৮২ জন রোহিঙ্গা পালিয়েছে। এদের মধ্যে ৩৬২ জনকে আবার গ্রেপ্তার করা হয়েছে। ক্যাম্পটিতে ৬৬৪ জন রোহিঙ্গা ছিল।

মালয়েশিয়ায় পালিয়ে আসা বিদেশিদের শরণার্থীর মর্যাদা দেয় না। মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মিয়ানমার ও বাংলাদেশে শরণার্থীশিবিরগুলো একটি পছন্দের গন্তব্য।

২০২০ সাল থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে হাজার হাজার রোহিঙ্গাকে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছে মালয়েশিয়া সরকার। 

পুলিশ জানিয়েছে, বুধবারের দাঙ্গার ঘটনার তদন্ত করা হচ্ছে। 

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পুলিশপ্রধান ওয়ান হাসান ওয়ান আহমেদ বলেন, ডিটেনশন ক্যাম্প থেকে প্রায় 8 কিলোমিটার দূরে একটি মহাসড়ক অতিক্রম করার চেষ্টা করার সময় যানবাহনের ধাক্কায় ছয়জন নিহত হয়।

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২