হোম > বিশ্ব > এশিয়া

আশরাফ গনি এখন আরব আমিরাতে

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থান করছেন আশরাফ গনি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত রোববার তালেবান যোদ্ধারা রাজধানী কাবুল দখল করলে পালিয়ে তাজিকিস্তান চলে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তাজিকিস্তান থেকে তিনি ওমান হয়ে ইউএই গেছেন। 

ইউএইর পররাস্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের পক্ষ থেকে আশরাফ গনি ও তাঁর পরিবারকে মানবিক বিবেচনায় স্বাগত জানানো হয়েছে।’ 

গত রোববার চারপাশ তেকে তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করতে শুরু করলে প্রথমে আলোচনার বিষয়টি সামনে আসে। কিন্তু কোনো আলোচনায় অংশ নেওয়া তো দূরের কথা, আশরাফ গনি গোপনে দেশ ছেড়ে চলে যান। শুরুতে তিনি তাজিকিস্তানে যান। যাওয়ার সময় তিনি এক হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে যান বলে উল্লেখ করা হয়েছিল রাশিয়ার সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলে আশরাফ গনি এক বিবৃতিতে জানিয়েছিলেন, শান্তির জন্যই তিনি এভাবে দেশ ছেড়েছেন। তিনি কোনো রক্তপাত চান না।

কিন্তু তাজিকিস্তান তাঁকে গ্রহণে অসম্মতি জানালে আশরাফ গনি ওমানে পাড়ি জমান। সেখান থেকে তাঁর গন্তব্য যুক্তরাষ্ট্র হতে পারে বলে মঙ্গলবার পর্যন্ত ধারণা করা হয়েছিল। কিন্তু গতকাল রোববার ইউএইর পক্ষ থেকে জানানো হয়, তিনি সেখানেই আছেন। আর মানবিক বিবেচনায় তাঁকে ও তাঁর পরিবারকে আশ্রয় দেওয়ার কথাও জানানো হয়। 

এদিকে গতকাল বুধবার তাজিকিস্তানের আফগান দূতাবাস আশরাফ গনির গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে।

অস্ট্রেলিয়ায় ‘এশিয়ান এল চ্যাপোকে’ ১৬ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান