হোম > বিশ্ব > এশিয়া

আশরাফ গনি এখন আরব আমিরাতে

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থান করছেন আশরাফ গনি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত রোববার তালেবান যোদ্ধারা রাজধানী কাবুল দখল করলে পালিয়ে তাজিকিস্তান চলে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তাজিকিস্তান থেকে তিনি ওমান হয়ে ইউএই গেছেন। 

ইউএইর পররাস্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের পক্ষ থেকে আশরাফ গনি ও তাঁর পরিবারকে মানবিক বিবেচনায় স্বাগত জানানো হয়েছে।’ 

গত রোববার চারপাশ তেকে তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করতে শুরু করলে প্রথমে আলোচনার বিষয়টি সামনে আসে। কিন্তু কোনো আলোচনায় অংশ নেওয়া তো দূরের কথা, আশরাফ গনি গোপনে দেশ ছেড়ে চলে যান। শুরুতে তিনি তাজিকিস্তানে যান। যাওয়ার সময় তিনি এক হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে যান বলে উল্লেখ করা হয়েছিল রাশিয়ার সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলে আশরাফ গনি এক বিবৃতিতে জানিয়েছিলেন, শান্তির জন্যই তিনি এভাবে দেশ ছেড়েছেন। তিনি কোনো রক্তপাত চান না।

কিন্তু তাজিকিস্তান তাঁকে গ্রহণে অসম্মতি জানালে আশরাফ গনি ওমানে পাড়ি জমান। সেখান থেকে তাঁর গন্তব্য যুক্তরাষ্ট্র হতে পারে বলে মঙ্গলবার পর্যন্ত ধারণা করা হয়েছিল। কিন্তু গতকাল রোববার ইউএইর পক্ষ থেকে জানানো হয়, তিনি সেখানেই আছেন। আর মানবিক বিবেচনায় তাঁকে ও তাঁর পরিবারকে আশ্রয় দেওয়ার কথাও জানানো হয়। 

এদিকে গতকাল বুধবার তাজিকিস্তানের আফগান দূতাবাস আশরাফ গনির গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে।

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড