হোম > বিশ্ব > এশিয়া

জাওয়াহিরিকে হত্যার মার্কিন দাবি তদন্ত করছে তালেবান 

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, তাঁরা সন্ত্রাসী গোষ্ঠী আল–কায়েদার প্রধান আয়মান আল–জাওয়াহিরিকে হত্যার মার্কিন দাবিটি তদন্ত করে দেখছে। তালেবানের এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি সুহাইল শাহিন জানিয়েছেন, তালেবান সরকার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল–কায়েদা নেতা জাওয়াহিরি নিহত হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতেই তদন্ত করছে। এ সময় তিনি জানান, তালেবান গোষ্ঠী কাবুলে জাওয়াহিরির অবস্থানের বিষয়ে অবগত ছিল না। 

এর আগে, গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র হেলফায়ার আর ৯ এক্স ব্যবহার করে হত্যা করা হয়েছে বলে দাবি করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি ভাষণও দেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, জাওয়াহিরির মৃত্যু ১০ বছরেরও বেশি সময় আগে আল–কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের হত্যার পর সবচেয়ে বড় ঝাঁকুনি। 

এদিকে, তালেবান কর্তৃক মার্কিন দাবি তদন্তের বিষয়ে সুহাইল শাহিন বলেন, ‘আমাদের সরকার এবং নেতৃবৃন্দ কেউই কী দাবি করা হয়েছে সেই বিষয়ে অবগত নন। কোনো সূত্রও নেই। তাই বর্তমানে তদন্ত করা হচ্ছে মার্কিন দাবির সত্যতা নিশ্চিত করতে।’ তিনি জানান, তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে শিগগিরই। 

বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেডে ব্যক্তি আয়মান আল–জাওয়াহিরির মৃত্যুর বিষয়ে মার্কিন ঘোষণার পর থেকেই মুখে কুলুপ এঁটে বসেছিলেন তালেবান নেতারা। এই বিষয়ে এই প্রথম কোনো তালেবান নেতা মুখ খুললেন। 

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা