হোম > বিশ্ব > এশিয়া

জাওয়াহিরিকে হত্যার মার্কিন দাবি তদন্ত করছে তালেবান 

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, তাঁরা সন্ত্রাসী গোষ্ঠী আল–কায়েদার প্রধান আয়মান আল–জাওয়াহিরিকে হত্যার মার্কিন দাবিটি তদন্ত করে দেখছে। তালেবানের এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি সুহাইল শাহিন জানিয়েছেন, তালেবান সরকার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল–কায়েদা নেতা জাওয়াহিরি নিহত হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতেই তদন্ত করছে। এ সময় তিনি জানান, তালেবান গোষ্ঠী কাবুলে জাওয়াহিরির অবস্থানের বিষয়ে অবগত ছিল না। 

এর আগে, গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র হেলফায়ার আর ৯ এক্স ব্যবহার করে হত্যা করা হয়েছে বলে দাবি করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি ভাষণও দেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, জাওয়াহিরির মৃত্যু ১০ বছরেরও বেশি সময় আগে আল–কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের হত্যার পর সবচেয়ে বড় ঝাঁকুনি। 

এদিকে, তালেবান কর্তৃক মার্কিন দাবি তদন্তের বিষয়ে সুহাইল শাহিন বলেন, ‘আমাদের সরকার এবং নেতৃবৃন্দ কেউই কী দাবি করা হয়েছে সেই বিষয়ে অবগত নন। কোনো সূত্রও নেই। তাই বর্তমানে তদন্ত করা হচ্ছে মার্কিন দাবির সত্যতা নিশ্চিত করতে।’ তিনি জানান, তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে শিগগিরই। 

বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেডে ব্যক্তি আয়মান আল–জাওয়াহিরির মৃত্যুর বিষয়ে মার্কিন ঘোষণার পর থেকেই মুখে কুলুপ এঁটে বসেছিলেন তালেবান নেতারা। এই বিষয়ে এই প্রথম কোনো তালেবান নেতা মুখ খুললেন। 

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি