নেপালে ২২ আরোহী নিয়ে একটি বেসরকারি এয়ারলাইনসের উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। আজ রোববার দেশটির ওই এয়ারলাইন এবং সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘তারা এয়ারলাইনস’ এর ছোট উড়োজাহাজটি রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের জোমসোমের দিকে যাচ্ছিল। উড়োজাহাজে চার ভারতীয় নাগরিকসহ ছয় বিদেশি ছিলেন। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
তারা এয়ারলাইনসের মুখপাত্র বলেছেন, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে পোখারা ছেড়ে যায়। উড্ডয়নের ১৫ মিনিট পরই ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিশ্বের নানাপ্রান্তের সর্বশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, উড়োজাহাজে ১৩ নেপালি, ৪ ভারতীয় ও ২ জার্মান নাগরিক ছিলেন। আর আরোহীদের মধ্যে তিনজন ছিলেন ক্রু।
এই সম্পর্কিত আরও পড়ুন: