হোম > বিশ্ব > এশিয়া

দুই কোরিয়ার মধ্যে ফের হটলাইন চালু

বিচ্ছিন্ন করার কয়েক মাস পর আবারও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন চালু করেছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উন সিউলের সঙ্গে হটলাইন চালুর ইচ্ছে প্রকাশের কয়েক দিন পরই দুই দেশের মধ্যে ফের যোগাযোগ শুরু হলো। 

যদিও পিয়ংইয়ং বলছে, সম্পর্ক পুনরুদ্ধারের এই পদক্ষেপ স্থায়ী হবে কি না তা নির্ভর করছে ‘দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের মনোভাবের’ ওপর। এ ছাড়া সম্প্রতি সামরিক কার্যক্রমও বাড়িয়েছে উত্তর কোরিয়া। দেশটি এক মাসেরও কম সময়ে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা তাদের অস্ত্র প্রতিযোগিতা থেকে সরে না আসারই ইঙ্গিত দেয়। 

সোমবার সকালে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, আগস্টের পর থেকে দুই কোরিয়ার কর্মকর্তারা ফোনে কথা বলেছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পুনরায় হটলাইন চালুর পদক্ষেপকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের ভিত্তি হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।’ 

তবে চালুর পর এর আগে বেশ কয়েকবার এই দুই দেশের মধ্যে হটলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩