হোম > বিশ্ব

জিম্মি জাহাজে সশস্ত্র পাহারায় ৪ জলদস্যু, ছবি প্রকাশ করল ভারতীয় নৌবাহিনী

জিম্মি হওয়া এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি জাহাজে পাহারায় থাকা সোমালিয়ার চার জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতের নৌবাহিনী। ওই ছবিতে জাহাজের ওপরের দিকে ভারী অস্ত্র হাতে জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে। 

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্রের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তার জন্য কাছাকাছি এলাকায় ভারতের যুদ্ধজাহাজ ও দূরপাল্লার টহল উড়োজাহাজ মোতায়েন রয়েছে।

এতে আরও বলা হয়, এমভি আবদুল্লাহকে জিম্মি করার খবর পেয়ে গত মঙ্গলবারই ভারতীয় নৌবাহিনী দূরপাল্লার মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফ্ট (এলআরএমপি) পি-৮১ মোতায়েন করে। পরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজও মোতায়েন করা হয়। 

গত বৃহস্পতিবার জিম্মি এমভি আবদুল্লাহর ওপর নজরদারি শুরু করে ভারতীয় নৌবাহিনী। ওই দিন সকালে ভারতের যুদ্ধজাহাজটি বাংলাদেশি জাহাজের পথ আটকায়। পরে জিম্মি নাবিকদের নিরাপত্তার স্বার্থে পথ ছেড়ে সেটিকে সোমালিয়ার জলসীমায় পৌঁছানো পর্যন্ত কাছাকাছি অবস্থানে অনুসরণ করতে থাকে।

বৃহস্পতিবার সোমালিয়ার উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে নোঙর করেছিল জাহাজটি। গতকাল পর্যন্ত জলদস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ বা কারও সঙ্গে যোগাযোগ করেনি। ধারণা করা হচ্ছে, শিগগির প্রতিনিধির মাধ্যমে মুক্তিপণের প্রস্তাব পাঠাবে।

এই সম্পর্কিত আরও পড়ুন:

ভেনেজুয়েলার রাজধানীতে হামলা করেছে যুক্তরাষ্ট্র, স্বীকার করল ওয়াশিংটন

কারাকাসে হামলা মার্কিন আগ্রাসন: ভেনেজুয়েলা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ভেনেজুয়েলার রাজধানীর প্রধান সামরিক ঘাঁটির কাছে একাধিক বিস্ফোরণ, যুদ্ধবিমানের উপস্থিতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি