হোম > বিশ্ব

জিম্মি জাহাজে সশস্ত্র পাহারায় ৪ জলদস্যু, ছবি প্রকাশ করল ভারতীয় নৌবাহিনী

জিম্মি হওয়া এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি জাহাজে পাহারায় থাকা সোমালিয়ার চার জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতের নৌবাহিনী। ওই ছবিতে জাহাজের ওপরের দিকে ভারী অস্ত্র হাতে জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে। 

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্রের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তার জন্য কাছাকাছি এলাকায় ভারতের যুদ্ধজাহাজ ও দূরপাল্লার টহল উড়োজাহাজ মোতায়েন রয়েছে।

এতে আরও বলা হয়, এমভি আবদুল্লাহকে জিম্মি করার খবর পেয়ে গত মঙ্গলবারই ভারতীয় নৌবাহিনী দূরপাল্লার মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফ্ট (এলআরএমপি) পি-৮১ মোতায়েন করে। পরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজও মোতায়েন করা হয়। 

গত বৃহস্পতিবার জিম্মি এমভি আবদুল্লাহর ওপর নজরদারি শুরু করে ভারতীয় নৌবাহিনী। ওই দিন সকালে ভারতের যুদ্ধজাহাজটি বাংলাদেশি জাহাজের পথ আটকায়। পরে জিম্মি নাবিকদের নিরাপত্তার স্বার্থে পথ ছেড়ে সেটিকে সোমালিয়ার জলসীমায় পৌঁছানো পর্যন্ত কাছাকাছি অবস্থানে অনুসরণ করতে থাকে।

বৃহস্পতিবার সোমালিয়ার উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে নোঙর করেছিল জাহাজটি। গতকাল পর্যন্ত জলদস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ বা কারও সঙ্গে যোগাযোগ করেনি। ধারণা করা হচ্ছে, শিগগির প্রতিনিধির মাধ্যমে মুক্তিপণের প্রস্তাব পাঠাবে।

এই সম্পর্কিত আরও পড়ুন:

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মার্কিনদের দ্রুত ইরান ছাড়তে বলল ট্রাম্প প্রশাসন