হোম > বিশ্ব

এন্ডেমিক করোনা মানে বিপদের শেষ নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস প্যান্ডেমিক থেকে এন্ডেমিক হওয়া মানেই বিপদের শেষ নয়। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ এমনটি জানিয়ে সতর্ক করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এন্ডেমিকে নতুন এক বিশ্ব আসন্ন যেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহামারির মতো এত মানুষের মৃত্যু না হলেও, এই অসুখটি আর দশটি সাধারণ রোগের মতোই থেকে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতি সম্পর্কিত পরিচালক ড. মাইক রায়ান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বলেন, লোকজন প্যান্ডেমিক ও এন্ডেমিক নিয়ে কথা বলছে।

এন্ডেমিক ম্যালেরিয়া হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েছে। এন্ডেমিক এইচআইভিও তেমনটি ঘটিয়েছে। এর মানে হলো এন্ডেমিক অর্থই ভালো কিছু এমন না। এন্ডেমিক অর্থ হলো রোগটি চিরকালই থাকবে। 

করোনাভাইরাসের ধরন ওমিক্রন অন্যান্য ধরনের চেয়ে বেশি সংক্রামক হলেও এটি টিকা নেওয়া ব্যক্তিদের গুরুতর অসুস্থ করতে পারে না। বিশেষজ্ঞরা দাবি করছেন, ওমিক্রনের মাধ্যমে প্যান্ডেমিক থেকে এন্ডেমিক স্তরে নেমে আসবে করোনাভাইরাস।

এ প্রসঙ্গে রায়ান বলেন, আমাদের যা করতে হবে তা হলো আমাদের সর্বাধিক টিকা দিয়ে রোগের প্রকোপ কমাতে হবে। যাতে আর কাউকে মরতে না হয়। এভাবেই জরুরি অবস্থার শেষ হবে। এভাবেই শেষ হবে প্যান্ডেমিকের।

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল