হোম > বিশ্ব > ভারত

ভারতের ৫ যুদ্ধবিমান পাকিস্তানের গুলিতে ভূপাতিত, নাকি নিজে নিজেই বিধ্বস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অচেনা বিমান বিধ্বস্ত। ছবি: এএফপি

দক্ষিণ এশিয়ার দুই চির বৈরী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে বলা চলে পূর্ণমাত্রায় সামরিক সংঘাত শুরু হয়েছে। ভারত পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালানোর দাবি করেছে। বিপরীতে পাকিস্তানও দাবি করেছে, তারা ভারতের ৩টি রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় পক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য দেয়নি এই বিষয়ে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে গত দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র লড়াইয়ে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা এ পর্যন্ত স্বীকার করেছেন যে, তাদের তিনটি যুদ্ধবিমান জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে।

এই পরস্পরবিরোধী বক্তব্য চিরবৈরী দুই দেশের চলমান উত্তেজনার আবহ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চিরাচরিত প্রচেষ্টারই প্রতিফলন। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আইএসপিআর-এর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত আমি নিশ্চিত করতে পারি যে—৩টি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ সহ ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া, একটি ড্রোনও গুলি করে নামানো হয়েছে।’

ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, এই বিমানগুলো পাকিস্তানি ভূখণ্ডে গুলি চালানোর পরেই এসব পদক্ষেপ আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।’ তিনি যোগ করেছেন, ভারতীয় বিমানগুলো তাদের নিজস্ব আকাশসীমা থেকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে গুলি চালাচ্ছিল।

তবে জম্মু-কাশ্মীরের ৪ স্থানীয় সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের ভূখণ্ডে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান যে বিমান ভূপাতিত করার দাবি করেছে, ভারত এখনো তা নিশ্চিত করেনি।

আরও খবর পড়ুন:

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়ার, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন