হোম > বিশ্ব

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৪৩ জনের, যা আগের দিনের তুলনায় ১ হাজার ৭৫৯ জন কম। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯৬০ জনের, যা আগের দিনের তুলনায় ৮৮ হাজার ২৩১ জন কম। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৮৯৮ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৫ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৪ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ২৬৯ জন এবং মারা গেছে ৭ লাখ ৬৫ হাজার ৭২২ জন। 

দৈনিক মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রাশিয়ার অবস্থান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৬৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৮৪৯ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৮৪ লাখ ৩২ হাজার ৫৪৬ জনের এবং মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২২০ জনের। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৭১ লাখ ৩০ হাজার ৫৫০ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ লাখ ১০ হাজার ৪৬৩ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৯৭০ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।       

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইউক্রেনের দনবাসকে ভাগাভাগি করে নিতে চায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র—জানালেন জেলেনস্কি

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন