হোম > বিশ্ব > ভারত

অপারেশন সিঁদুর: ভারতে ২০০ উড়োজাহাজের উড্ডয়ন বাতিল, বন্ধ ১৮ বিমানবন্দর

কলকাতা সংবাদদাতা

জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর। ছবি: সংগৃহীত

পাকিস্তানে পরিচালিত ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতে বেসামরিক বিমান চলাচলে বড় ধাক্কা লেগেছে। নিরাপত্তার স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে অন্তত ২০০টি যাত্রীবাহী ফ্লাইট। ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, আজ বুধবার সারা দিন বন্ধ রাখা হয়েছে শ্রীনগর, লেহ, অমৃতসর ও চণ্ডীগড় বিমানবন্দর। পাশাপাশি জম্মু, পাঠানকোট, যোধপুর, জয়সলমীর, শিমলা, ধর্মশালা, জামনগরসহ মোট ১৮টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর ও পশ্চিম ভারতের এই বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব এরই মধ্যে ভারতের বিমানবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

বিশেষ করে, শ্রীনগর বিমানবন্দর এখন সম্পূর্ণরূপে বিমানবাহিনীর নিয়ন্ত্রণে। বেসামরিক ফ্লাইট ওঠানামা পুরোপুরি বন্ধ। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে শুরু করে আকাশপথের নজরদারি—সব দায়িত্বই নিয়েছে সশস্ত্র বাহিনী। কবে এই পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি।

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশ এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ একাধিক বেসরকারি ও সরকারি বিমান সংস্থা এরই মধ্যে একাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। সংস্থাগুলোর তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন ভ্রমণের আগে বিমানবন্দরের সর্বশেষ তথ্য জেনে যাত্রা করেন।

পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবকিছু স্বাভাবিক হলে পর্যায়ক্রমে বিমানবন্দরগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে একাধিক সূত্র।

আরও খবর পড়ুন:

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প