হোম > বিশ্ব

বৈশ্বিক করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গত দুই মাসে বিশ্বে নতুন করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর থেকে বর্তমান সংক্রমণের হার সবচেয়ে বেশি। কিছু দেশ করোনার সংক্রমণ ঠেকাতে পেরেছিল। তবে বর্তমানে ওই সব দেশগুলোতে আবারও সংক্রমণ বেড়েছে।   

ব্রাজিল, ভারত, পোল্যান্ড, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশেই করোনা সংক্রমণের উর্ধ্বগতি দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিশ্বের করোনা রোগীর সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে ১১ শতাংশ বেড়েছে। নতুন ধরন এবং কিছু দেশে কড়াকড়ি শিথিল করে দেওয়ার কারণে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, গত তিনদিন ধরেই ভারতে দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে ভারতের বিভিন্ন রাজ্যে আবারো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

ব্রাজিলে এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা ৩ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তুরস্কেও চলতি সপ্তাহে একদিনে  রেকর্ড ৬০ হাজারের বেশি রোগী শনাক্ত করা  হয়েছে। গত বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রমজানের প্রথম সপ্তাহে তুরস্কে আংশিক লকডাউন ঘোষণা করেন।

এদিকে  পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী গতকাল শুক্রবার একটি রেডিও অনুষ্ঠানে এসে বলেন, এই মাসের শুরুতে একদিনে ৩৫ হাজার করোনা রোগী শনাক্ত হওয়ার পর এখন রোগী শনাক্তের হার নিম্নগামী। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে গতমাসে সিনেমা, শপিংমল এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প