হোম > বিশ্ব

বৈশ্বিক করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গত দুই মাসে বিশ্বে নতুন করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর থেকে বর্তমান সংক্রমণের হার সবচেয়ে বেশি। কিছু দেশ করোনার সংক্রমণ ঠেকাতে পেরেছিল। তবে বর্তমানে ওই সব দেশগুলোতে আবারও সংক্রমণ বেড়েছে।   

ব্রাজিল, ভারত, পোল্যান্ড, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশেই করোনা সংক্রমণের উর্ধ্বগতি দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিশ্বের করোনা রোগীর সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে ১১ শতাংশ বেড়েছে। নতুন ধরন এবং কিছু দেশে কড়াকড়ি শিথিল করে দেওয়ার কারণে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, গত তিনদিন ধরেই ভারতে দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে ভারতের বিভিন্ন রাজ্যে আবারো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

ব্রাজিলে এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা ৩ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তুরস্কেও চলতি সপ্তাহে একদিনে  রেকর্ড ৬০ হাজারের বেশি রোগী শনাক্ত করা  হয়েছে। গত বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রমজানের প্রথম সপ্তাহে তুরস্কে আংশিক লকডাউন ঘোষণা করেন।

এদিকে  পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী গতকাল শুক্রবার একটি রেডিও অনুষ্ঠানে এসে বলেন, এই মাসের শুরুতে একদিনে ৩৫ হাজার করোনা রোগী শনাক্ত হওয়ার পর এখন রোগী শনাক্তের হার নিম্নগামী। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে গতমাসে সিনেমা, শপিংমল এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক