বিদায়ী ২০২২ সালে অনেক বেশি নৃশংসতার শিকার হয়েছেন সাংবাদিকেরা। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে পেশাগত কারণে ৬৬ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, যা গত ২০২১ সালের তুলনায় ২১ জন বেশি। এ বছর নিহতের তালিকায় রয়েছেন এক বাংলাদেশিও। তাঁর নাম মহিউদ্দিন সরকার নাইম।
গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই)। সংস্থাটি সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিয়ে কাজ করে থাকে। অস্ট্রিয়ার ভিয়েনা-ভিত্তিক এই সংস্থাটি ১৯৯৭ সাল থেকে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার তথ্য প্রকাশ করে আসছে।
আইপিআই জানায়, ২০২২ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে মাদক পাচারের সংবাদের জেরে নিহত হন সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম। তিনি স্থানীয় দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সাংবাদিক ছিলেন।
এছাড়া ফিলিপাইনে পাঁচজন, কলম্বিয়ায় চারজন, ইকুয়েডর ও হন্ডুরাসে তিনজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছে। দুজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছে ব্রাজিল, ভারত, মিয়ানমার, সিরিয়া ও ইয়েমেনে। একজন করে সাংবাদিকের প্রাণ হারিয়েছে বাংলাদেশ, শাদ, চিলি, গুয়াতেমালা, কেনিয়া, কাজাখস্তান, ফিলিস্তিনি, প্যারাগুয়ে, সোমালিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে।
আইপিআই বলছে, সাংবাদিকদের ওপর হামলার বিচার নিশ্চিতে রাষ্ট্রগুলোর ব্যর্থতা সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনাকে বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের সকল দেশগুলোকে অপরাধীদের শাস্তি দেওয়া ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে আইপিআই।
আরও পড়ুন: