হোম > বিশ্ব

করোনার উৎস সংক্রান্ত ডব্লিউএইচওর প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশের সন্দেহ

করোনার উৎস নিয়ে গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদনে প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের সংস্থাটি বলছে, বিশেজ্ঞদের অনুমান এটি প্রাণি থেকেই মানবদেহে সংক্রমিত হয়েছে। তবে করোনার উৎস জানতে আরও তদন্ত প্রয়োজন।

কিন্তু এই প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা কম এবং সম্ভবত ভাইরাসটি বাদুড় থেকে  মধ্যবর্তী কোনো প্রাণীর মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয়েছে। 

সংস্থাটির পরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, করোনা সংক্রমণের বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

তদন্ত প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়,  সারস-কোভ -২ ভাইরাসের উৎস  নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞের গবেষণাটি উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে। এটির সম্পূর্ণ হওয়ার জন্য প্রকৃত তথ্য, নমুনাও কম ছিল। এ প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে আমরা সবাই সন্দেহ প্রকাশ করছি।

 যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এই বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ইসরায়েল, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া এবং যুক্তরাজ্যের স্বাক্ষর রয়েছে।

করোনার উৎস তদন্তে ২০২১ সালের জানুয়ারিতে চীনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, এ অনুসন্ধান কার্যক্রমের জন্য একেবারে শুরুর দিকের তথ্য তদন্তকারীদের দেয়নি চীনা কর্তৃপক্ষ।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরও তদন্ত প্রয়োজন এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ওই ১৪ দেশ। পাশাপাশি আরও দ্রুত স্বচ্ছভাবে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

সূত্র: রয়টার্স ও বিবিসি

এপস্টেইন কাণ্ড: ৩০ লাখের বেশি নতুন নথি প্রকাশ, সামনে এল হাজারো ছবি ও ভিডিও

জুলাইয়ের মধ্যেই ফতুর হয়ে যাবে জাতিসংঘ—মহাসচিবের সতর্কবার্তা

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে মামলা

গাজায় ৭০ হাজার মানুষের মৃত্যুর তথ্য মেনে নিল ইসরায়েল

প্রতি মাসে ৫০ হাজার রুশ সেনা মারতে চায় ইউক্রেন

বুলেটের বদলে বই—সিরিয়ার শিশুদের মুখে হাসি ফেরাচ্ছে ‘সাংস্কৃতিক বাস’

মার্কিন হামলা হলে এবার ইরানের প্রতিক্রিয়া কেন ভিন্ন হতে পারে

ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষা নারীর ‘মৌলিক অধিকার’—ভারতে ঐতিহাসিক রায়

সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত হচ্ছে বিদ্রোহী কুর্দিরা, চুক্তি স্বাক্ষর

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কানাডার আলবার্টা প্রদেশের স্বাধীনতাকামীদের বৈঠক