হোম > বিশ্ব

করোনার উৎস সংক্রান্ত ডব্লিউএইচওর প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশের সন্দেহ

করোনার উৎস নিয়ে গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদনে প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের সংস্থাটি বলছে, বিশেজ্ঞদের অনুমান এটি প্রাণি থেকেই মানবদেহে সংক্রমিত হয়েছে। তবে করোনার উৎস জানতে আরও তদন্ত প্রয়োজন।

কিন্তু এই প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা কম এবং সম্ভবত ভাইরাসটি বাদুড় থেকে  মধ্যবর্তী কোনো প্রাণীর মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয়েছে। 

সংস্থাটির পরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, করোনা সংক্রমণের বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

তদন্ত প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়,  সারস-কোভ -২ ভাইরাসের উৎস  নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞের গবেষণাটি উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে। এটির সম্পূর্ণ হওয়ার জন্য প্রকৃত তথ্য, নমুনাও কম ছিল। এ প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে আমরা সবাই সন্দেহ প্রকাশ করছি।

 যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এই বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ইসরায়েল, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া এবং যুক্তরাজ্যের স্বাক্ষর রয়েছে।

করোনার উৎস তদন্তে ২০২১ সালের জানুয়ারিতে চীনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, এ অনুসন্ধান কার্যক্রমের জন্য একেবারে শুরুর দিকের তথ্য তদন্তকারীদের দেয়নি চীনা কর্তৃপক্ষ।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরও তদন্ত প্রয়োজন এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ওই ১৪ দেশ। পাশাপাশি আরও দ্রুত স্বচ্ছভাবে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

সূত্র: রয়টার্স ও বিবিসি

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প