হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য-গবেষণা

এআইয়ের অ্যান্টিবায়োটিক ধ্বংস করবে সুপারবাগ

সাধারণত ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে হত্যা করতে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। কিন্তু সময়ের ব্যবধানে কিছু ব্যাকটেরিয়া বিবর্তিত হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। এগুলোকে আর মেরে ফেলতে পারে না পুরোনো অ্যান্টিবায়োটিক। এ ধরনের ব্যাকটেরিয়াকে ‘সুপারবাগ’ বলা হয়।

অ্যান্টিবায়োটিক-সহিষ্ণু এসব সুপারবাগের সংক্রমণে বছরে বিশ্বের প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু ঘটে। ফলে সুপারবাগকে থামাতে শক্তিশালী ও নতুন ধরনের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন দেখা দেয়। এসব কারণে গবেষকেরা সমাধান নিয়ে দিনরাত গবেষণা চালিয়ে যান। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহযোগিতা নিয়ে একটি নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন তাঁরা। এটি মারাত্মক প্রজাতির একটি সুপারবাগকে (Acinetobacter baumannii) মেরে ফেলতে সক্ষম।

কয়েক হাজার রাসায়নিক থেকে কার্যকর উপাদানগুলোর সংক্ষিপ্ত তালিকা করতে বিজ্ঞানীরা এআইয়ের সহযোগিতা নিয়েছিলেন। কার্যকারিতা অজানা ব্যাকটেরিয়া প্রতিরোধী এমন ৬ হাজার ৬৮০টি উপাদানের তালিকা প্রকাশ করেছে এআই। ফলাফলটি নেচার কেমিক্যাল বায়োলজিতে প্রকাশ করা হয়। এতে দেখা যায়, মাত্র দেড় ঘণ্টার মধ্যেই ছোট একটি তালিকা করে দেয় এআই।

গবেষকেরা তালিকার ২৪০টিই গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা করে সম্ভাব্য ৯টির তালিকা করেন। পরে এগুলোর মধ্য থেকে ‘অ্যাবাউসিন’ নামের একটি পরীক্ষামূলক শক্তিশালী অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়, যা পৃথিবীর সবচেয়ে মারাত্মক তিনটি সুপারবাগের একটিকে মেরে ফেলতে সক্ষম।

কানাডা ও যুক্তরাষ্ট্রের গবেষকেরা বলছেন, নতুন ওষুধের আবিষ্কারকে ব্যাপকভাবে ত্বরান্বিত করার ক্ষমতা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার। এটি বিজ্ঞান ও চিকিৎসার ক্ষেত্রে একটি বিপ্লবী শক্তি হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তিনটি সুপারবাগকে ‘মারাত্মক’ হিসেবে আখ্যায়িত করেছে, এর মধ্যে এটি অন্যতম। সুপারবাগটি ক্ষতস্থানকে সংক্রামিত করতে পারে এবং এর কারণে নিউমোনিয়াও হতে পারে। এটি হাসপাতালের মেঝে এবং চিকিৎসা সরঞ্জামেও বেঁচে থাকতে পারে। খবর বিবিসির।

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

পুরুষদের টাক সমস্যার সমাধান মিলল ৫ বছর আগের এক ব্রণের ওষুধে

চোখের যেসব রোগ পুরুষদের বেশি হয়

বিশ্বে প্রথমবারের মতো জিন থেরাপিতে সুস্থ বিরল রোগে আক্রান্ত অলিভার

সংগীত ওষুধের কাজ করে—দাবি মস্তিষ্ক বিজ্ঞানীদের

প্রজনন স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে শহুরে জীবন, বলছেন বিজ্ঞানীরা

মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে ডা. ফাহিমা

সামাজিক যোগাযোগমাধ্যমে ডুবে ঘুম হারাচ্ছেন বাংলাদেশি তরুণেরা: গবেষণা

শিশু-কিশোরদের মধ্যেও বাড়ছে উচ্চ রক্তচাপ