মানবকল্যাণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫’ উপলক্ষে আলোক হেলথকেয়ার আয়োজন করতে যাচ্ছে একটি বিনা মূল্যের মেডিকেল ক্যাম্প। আগামীকাল বুধবার (২১ মে) সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানীর মিরপুর-৬ এলাকায় আলোক হাসপাতালে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে আগত রোগীদের বিনা মূল্যে উচ্চ রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এ সেবা পরিচালিত হবে।
ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কর্মসূচি চালিয়ে যাবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদ ব্যক্ত করেছে।