করোনাভাইরাস থেকে সুস্থ হলেও দীর্ঘদিন ধরে দেহে থেকে যাবে হৃদ্রোগের ঝুঁকি। যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের ভিএ সেন্ট লুইস হেলথ কেয়ার সিস্টেম এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন।
নেচার মেডিসিন নামক সাময়িকীতে গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, করোনার এমআরএনএ ভিত্তিক টিকা নিলে ক্যানসার রোগীদের মধ্যে স্বল্পমেয়াদি বাড়তি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না।
করোনামুক্ত দেড় লাখ, করোনা হয়নি এমন ৫৬ লাখ এবং মহামারির আগে ৬০ লাখ মানুষের তথ্য নিয়ে এ পর্যালোচনা করা হয়। এতে জানা যায়, করোনামুক্তদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ৬৩ শতাংশ, অনিয়মিত হৃৎস্পন্দনের ঝুঁকি ৬৯ শতাংশ, স্ট্রোকের ঝুঁকি ৫২ শতাংশ, হৃদ্যন্ত্র অকার্যকর হওয়ার ঝুঁকি ৭২ শতাংশ এবং মারাত্মক রক্ত জমাটের ঝুঁকি তিনগুণ বেশি।
টিকা নেওয়া প্রায় দুই হাজার মানুষের তথ্য নিয়ে জানা যায়, এমআরএনএর টিকা ক্যানসার রোগীদের মধ্যে স্বল্পমেয়াদি বাড়তি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে না।