দেশে ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। এ সময় ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৩ জন। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৮ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৫১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৯ জনের। তাঁদের মধ্যে নারী ১১ জন, পুরুষ ৮ জন আছে। ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ৩ জন আছে।