হোম > স্বাস্থ্য

ব্যথাহীন ডায়াবেটিস পরীক্ষার উপায় বের করলেন বিজ্ঞানীরা

কোনো রকম রক্ত বের না করে লালার মাধ্যমেই ডায়াবেটিসের পরীক্ষা করার উপায় বের করেছেন অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

সাধারণত ডায়াবেটিস পরীক্ষা করানোর জন্য রোগীদের আঙুল থেকে রক্ত নিয়ে সেটি পরীক্ষা করে দেখা হয়। এ কারণে অনেক রোগীই ডায়াবেটিস পরীক্ষা করাতে অনীহা দেখান।

এ নিয়ে গবেষণা দলের প্রধান অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসলের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর পল দস্তুর বলেন, এই পরীক্ষায় লালার এনজাইমে থাকা গ্লুকোজ একটি ট্রানজিস্টর চিহ্নিত করতে পারে। ওই ট্রানজিস্টরই লালার মাধ্যমে মানবদেহের গ্লুকোজের পরিমাণকে মেপে দেয়।

পল দস্তুর আরও বলেন, এই পরীক্ষা ব্যথামুক্ত এবং কম খরচেই করা যাবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দস্তুর জানান, তাঁদের উদ্ভাবিত এই পদ্ধতির মাধ্যমে করোনা, হরমোন ও ক্যানসারের পরীক্ষাও করানো যাবে।

জানা গেছে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসল এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে লালার মাধ্যমে করোনা পরীক্ষার উপায় বের করার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:

৬ দাবিতে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে দিনভর দুর্ভোগ

শৌচাগার সুবিধা: হাসপাতালে বিড়ম্বনায় প্রতিবন্ধীরা

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৫

এইডস দিবসের আলোচনা: চলতি বছর দেশে সর্বোচ্চ এইডস রোগী শনাক্ত

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১০

ডেঙ্গু: এক দিনে মারা গেল আরও ৫ জন, নভেম্বরে সর্বোচ্চ মৃত্যু

গলা ও বুক জ্বালাপোড়া সমস্যা: কেন হয় এবং প্রতিরোধে করণীয়

শীতে ত্বকের যত্ন ও চর্মরোগ থেকে পরিত্রাণের উপায়

শীতকালীন বিষণ্নতা কাটাতে যা করবেন