বিজ্ঞপ্তি
মানবকল্যাণে আরও একধাপ এগিয়ে আলোক হেলথকেয়ার। সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় আলোক হেলথকেয়ারের পক্ষ থেকে বৃহস্পতিবার বেনটেক্স অ্যাপারেলস লিমিটেডে (মিল্কভিটা রোড, পল্লবী-মিরপুর) এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পটি উদ্বোধন করেন বেনটেক্স অ্যাপারেলস লি. ও আলোক হেলথকেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উক্ত ক্যাম্পটি পরিচালনা করেন এন্ডোক্রাইনোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ মিজানুর রহমান এবং গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ফারহানা আক্তার। ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল ১০টায় শুরু হয়ে বেলা ২টায় শেষ হয় এবং মোট ৮৭ জন রোগীকে সেবা প্রদান করা হয়।