হোম > পরিবেশ

জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের দাবিতে তরুণদের কণ্ঠস্বর জোরালো হচ্ছে: সাবের হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, কপ-এর মতো আন্তর্জাতিক অঙ্গনে আগামীর বিশ্বকে বদলে দিতে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের দাবিতে তরুণদের কণ্ঠস্বর জোরালো হচ্ছে। তরুণেরা কোনো নেতিবাচক উত্তর বেছে নিচ্ছে না। কারণ তারা বুঝতে পারছে বিলম্ব করার মতো আর সময় অবশিষ্ট নেই। বাংলাদেশ সরকার বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে জলবায়ু কর্মকাণ্ডে তরুণদের ভূমিকা নিশ্চিতকল্পে তাদের ক্ষমতায়নের জন্য বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন দেনদরবার প্রক্রিয়ায় তারুণ্যের সম্পৃক্ততা’ (ইয়োথ এনগেজমেন্ট ইন ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন প্রসেস) শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

৪ কোটি ৫৯ লাখ যুব জনগোষ্ঠীর বাংলাদেশে জলবায়ু প্রভাবের কারণে যুবকেরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাদের আর্থসামাজিক অবস্থা, নিরাপত্তা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং তাদের ভবিষ্যৎ বোধকে প্রভাবিত করে। হতাশাজনকভাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৃহীত অনেক রাজনৈতিক সিদ্ধান্ত যেসব এই যুবকদের ভবিষ্যৎ জীবিকার ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সক্ষম সেই সিদ্ধান্তগুলো গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ অত্যন্ত সীমিত বলে মনে করেন কর্মশালার বক্তারা। 

কর্মশালায় বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশ এখন জলবায়ু সহনশীলতা এবং বৈশ্বিক অভিযোজন সমাধানে নেতৃত্ব দিচ্ছে। আসুন আমরা যে যেখানেই থাকি না কেন সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করি।’ 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (আন্তর্জাতিক সম্মেলন ও জলবায়ু পরিবর্তন) মির্জা শওকত আলী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ ও ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ ফয়সাল।

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর