দ্বিতীয় জাতীয় পাখি পর্যবেক্ষক সম্মেলন আগামীকাল শনিবার মুন্সিগঞ্জ শহরের সরদারপাড়া নিসর্গ অঙ্গনে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করবেন সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক আহমেদ।
পাখি পর্যবেক্ষক সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা পুলিশ সুপার সামসুল আলম সরকার, পরিবেশ আন্দোলনকর্মী শাহজাহান মৃধা বেনু, সাংবাদিক সেলিম সামাদ প্রমুখ।
বিশেষ অতিথি থাকবেন বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম। পাখি ও পরিবেশ সংরক্ষণসংশ্লিষ্ট সরকারি–বেসরকারি কর্মকর্তা, পাখি গবেষক ও পাখি পর্যবেক্ষকরা সম্মেলনে অংশগ্রহণ করবেন।