হোম > পরিবেশ

আবার ১০ ডিগ্রির নিচে তেঁতুলিয়ার তাপমাত্রা, দেশের সর্বনিম্ন রেকর্ড

পঞ্চগড়ে ২ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.২ ডিগ্রি। ছবি: আজকের পত্রিকা

আবার ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামল দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে। উত্তরের সর্বশেষ উপজেলা তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে এটি রেকর্ড করেছে। এ দিকে এই অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা এবং শীতজনিত রোগব্যাধি।

স্থানীয়রা বলছেন, দিনে-রাতে দু-রকম তাপমাত্রা অনুভব করছেন তাঁরা। সন্ধ্যা থেকে পর দিন সকাল পর্যন্ত তীব্র ও কনকনে শীত অনুভূত হয়। শীত নিবারণের জন্য একাধিক কাঁথা, কম্বল ও লেপ ব্যবহার করেও কাবু হয়ে পড়ছেন তারা। বিছানাপত্র থেকে শুরু করে ঘরের মেঝে, আসবাবপত্র সবকিছুই বরফের মতো ঠান্ডা অনুভূতি। দিনে এই সেই তুলনায় খানিকটা কম।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ তাপমাত্রা আবার ১০ ডিগ্রির নিচে নেমেছে। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

জিতেন্দ্রনাথ বলেন, ৮ থেকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়, সে হিসেবে এটি মৃদু শৈত্যপ্রবাহ।

শীতের দাপট আজও থাকবে, পড়বে ঘন কুয়াশা

আজ শীত আরও বাড়বে, কাটছে না কুয়াশার চাদর

শীতে কাঁপছে সারা দেশ, রাতে তাপমাত্রা আরও কমবে

ঢাকায় শীত আরও বেড়েছে, পড়বে ঘন কুয়াশা

শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ব্যাহত চলাচল

জেঁকে বসেছে শীত, বছরের শেষ দিন পর্যন্ত কমতে পারে তাপমাত্রা

ফের বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি, ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর

তাপমাত্রা কমবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

তীব্র শীতে বিপর্যস্ত দেশ কষ্টে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা