হোম > বিনোদন > টেলিভিশন

প্রযোজনায় অভিনেত্রী পুতুল

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আইনুন নাহার পুতুল। ছবি: সংগৃহীত

টিভি নাটক, সিনেমা, মঞ্চ—সব মাধ্যমেই সক্রিয় অভিনেত্রী আইনুন নাহার পুতুল। অভিনয়ে তাঁর প্রায় দুই দশকের ক্যারিয়ার। সম্প্রতি এই অভিনেত্রী চালু করলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রাজকন্যা প্রোডাকশনস’।

পুতুলের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নাটক ‘টাকার সাথে বিয়ে’র শুটিং হলো সম্প্রতি। হৃদয় জাহানের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিনা খান, রেশমা আহমেদ, রবিন বসাক, সুরাইয়া হক নিল, বাদল শহিদ, উত্তম অধিকারী, ইমরান, শ্রাবণ শামীম প্রমুখ।

প্রযোজনায় যুক্ত হওয়ার প্রসঙ্গে অভিনেত্রী পুতুল বলেন, ‘আমার কাছের অনেকেই গল্প লেখেন, পরিচালনা করেন, অভিনয়ও করেন। সবাই মিলে কিছু করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান চালু করলাম।’

অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন আইনুন নাহার পুতুল। এখন তিনি ব্যস্ত বিটিভির নতুন ধারাবাহিক ‘আয়নাঘর’ নিয়ে। সত্য ঘটনার ছায়া অবলম্বনে এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, প্রযোজনায় মো. তারিকুজ্জামান মিলন। এতে আরও আছেন শাহেদ শরীফ খান, সাবেরি আলম, শিবা শানু প্রমুখ।

নতুন এই ধারাবাহিক নিয়ে পুতুল বলেন, ‘আয়নাঘর সম্পর্কে তো কমবেশি সবাই জানে। আমিও সংবাদমাধ্যমে যেটুকু জেনেছি, সেটুকুই ধারণা। এই নাটকে মাত্র এক দিন শুটিং করেছি। এটুকুতে বোঝা যায় না আমার চরিত্রটা কোন দিকে মোড় নেবে। ৩০ জানুয়ারি থেকে আমার দৃশ্যগুলোর টানা শুটিং।’

প্রীতমের সঙ্গে প্রথমবার ওটিটিতে মেহজাবীন

বর্ণবৈষম্যের গল্পে টেলিছবি ‘জলটুঙি’

১০২টি নাটক ১ কোটি ভিউ পার করেছে, এটা স্বপ্ন মনে হচ্ছে: কেয়া পায়েল

হেনরিক ইবসেনের নাটক নিয়ে মঞ্চে ফিরছে এক্টোম্যানিয়া

পর্দা নামল যাত্রাপালা নিবন্ধন উৎসবের, আজীবন সম্মাননা পেলেন আনোয়ার হোসেন

নতুন করে মঞ্চে আসছে ‘দর্পণে শরৎশশী’

প্রাচ্যনাট স্কুলের সমাপনী প্রযোজনা মামুনুর রশীদের ‘গিনিপিগ’

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক