হোম > বিনোদন > টেলিভিশন

দেড় যুগ পর বিটিভির ধারাবাহিকে সোহেল আরমান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘জল জোছনা’ ধারাবাহিকে শানারেই দেবী শানু ও সোহেল আরমান। ছবি: নির্মাতার সৌজন্যে

একসময় বিটিভির নাটকে নিয়মিত দেখা যেত সোহেল আরমানকে। চ্যানেলটির অনেক নাটকও নির্দেশনা দিয়েছেন তিনি। এর মধ্যে দীর্ঘ সময় বিটিভির কোনো নাটকের কাজ করেননি সোহেল আরমান। বিরতি কাটিয়ে গত রোজার ঈদে বিটিভির জন্য নির্মাণ করেন টেলিফিল্ম ‘জলপরী’। এবার তিনি নির্মাণ করছেন ধারাবাহিক নাটক। নাম ‘জল জোছনা’। ১৮ বছর পর বিটিভির কোনো ধারাবাহিকের নির্দেশনা দিচ্ছেন সোহেল আরমান।

নতুন এই ধারাবাহিক নিয়ে সোহেল আরমান বলেন, ‘ধারাবাহিকটির গল্পে দেখা যাবে একটি মানুষের দুটি অধ্যায়। একটা অতীত, অন্যটি বর্তমান। কারণ, এক দুর্ঘটনায় সে তার অতীতের সবকিছু ভুলে যায়। এই ক্রাইসিসের ওপর গড়ে উঠেছে ধারাবাহিকটির গল্প।’

পরিচালনার পাশাপাশি ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল আরমান। দুই বছর পর অভিনয়ে ফিরলেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় ‘বোকা প্রেম’ ধারাবাহিকে। তবে বিটিভির নাটকে অভিনয় করলেন প্রায় দেড় যুগ পর। সোহেল আরমান বলেন, ‘১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা অভিনয় করেছি। এরপর পরিচালনা ও চিত্রনাট্য লেখায় মনোনিবেশ করায় অভিনয় তেমন করা হয়নি। আবার অভিনয় করার অন্যতম কারণ, সবার ভালোবাসা। অভিনয়ের জন্য অনেক অনুরোধ পাই। তাই পরীক্ষামূলকভাবে ফেরা। এটা যদি দর্শক পছন্দ করে, তাহলে আবার হয়তো অভিনয়ে নিয়মিত হব। সে ক্ষেত্রে নির্মাণে একটু কম দেখা যেতে পারে।’

চলতি বছরের শেষ দিকে প্রচারে আসবে জল জোছনা ধারাবাহিকটি। সোহেল আরমান জানান, আপাতত ৩৯ পর্বের শুটিং করা হবে। প্রিভিউ কমিটি যদি পছন্দ করে, তাহলে আরও পর্ব বাড়ানোর আবেদন করবেন তিনি। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, নায়মা আলম মাহা, রিফাত জাহান, শানারেই দেবী শানু, আলিফ প্রমুখ।

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান