হোম > বিনোদন > গান

চার শিল্পীর এক গান

শুরু হয়ে গেছে দুর্গাপূজার আমেজ। উৎসবপ্রিয় বাঙালির মনে শারদীয় আনন্দ। প্রবাসীদেরও মন কাঁদে পরিবারের কাছে ফিরতে। কিন্তু প্রতিবছর হয়তো তা সম্ভব হয় না। তার ওপর মহামারির ছোবল তো আছেই।

উৎসববঞ্চিত প্রবাসী বাঙালির কথা ভেবে অম্বরিশ মজুমদার লিখেছেন পূজার গান। রাতুল শঙ্করের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় চার শিল্পী রূপঙ্কর বাগচী, অনুপম রায়, ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তী।

পূজার এই গান নিয়ে সুরকার রাতুল শঙ্কর বলেন, ‘ছোটবেলা থেকেই পৃথিবীর নানা জায়গায় ঘুরেছি। তাই ঘরে না-ফিরতে পারার কষ্টটা বুঝতে পারি। এই গানের সুরেও বিষণ্নতা রেখেছি। আর পাঁচটা পূজার গান থেকে এটি অনেকটাই আলাদা। রূপঙ্কর, অনুপম, ইমন, লগ্নজিতারা সবাই আমার খুব প্রিয় মানুষ। সবার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি।’

বন্ধু রাতুলের সঙ্গে কাজ করে ভীষণ খুশি অনুপম রায়। তিনি বলেছেন, ‘প্রতিবছর পূজায় নতুন গান গাই। কিন্তু এবারের গানটা আমার কাছে বিশেষ কিছু। পূজায় ঘরে ফেরার যে টান, শিকড়ে ফেরার যে টান; তা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে গানের মধ্যে।’

ইমন চক্রবর্তী বলেন, ‘আমি ছাড়া বাকি যাঁরা গান গেয়েছেন, প্রত্যেকেই গুণী শিল্পী। সবাই মিলে একসঙ্গে গাইতে পেরে পুজোর আনন্দটাই বেড়ে গেছে বহুগুণ। কাজটি করতে পেরে খুব ভালো লেগেছে।’

পূজার এ গানটি তৈরির উদ্যোগ নিয়েছে সৃজন রিয়েলিটি। এরই মধ্যে গানটি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানের ভিডিওতে অংশ নিয়েছেন এই চার শিল্পী।

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান