হোম > বিনোদন > গান

শহীদ মাহমুদ জঙ্গীর কথায় জয় শাহরিয়ারের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জয় শাহরিয়ার (বাঁয়ে) ও শহীদ মাহমুদ জঙ্গী। ছবি: জয়ের সৌজন্যে

দুই বছরের বেশি সময় আগে শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দুটি গানে সুর করেছিলেন জয় শাহরিয়ার। অন্য শিল্পীর কণ্ঠে গানটি প্রকাশ করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরে দুটি গানেই কণ্ঠ দেন তিনি। সেই দুই গানের একটি সম্প্রতি প্রকাশ করলেন জয়। গানের শিরোনাম ‘কিছুই বদলায় না’। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানের অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম। গানটিতে গিটার বাজিয়েছেন অন্তু দাশ, বেজ গিটারে তানিম হাসান, কি-বোর্ডে ফরহাদ এবং শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

নতুন গান প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘প্রায় পাঁচ দশক ধরে গান লিখছি। এই প্রজন্মের সঙ্গে গানের মাধ্যমে যে মিথস্ক্রিয়া, তা আমি উপভোগ করি। জয়ের সুর ও কণ্ঠ ভালো লেগেছে এই গানে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’

জয় শাহরিয়ার বলেন, ‘জঙ্গী ভাইয়ের লেখা আমার খুব পছন্দ। যাঁদের সৃষ্টি শুনে বড় হয়েছি, তাঁদের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ব্যাপার আমার জন্য। আমি চেষ্টা করেছি। আশা করি যাঁরা শুনবেন তাঁদের ভালো লাগবে সহজ কথায় জীবনবোধের এই গান।’

গানটির ভিডিও প্রকাশিত হয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে। এ ছাড়া স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং অ্যাপে শোনা যাচ্ছে গানটি।

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব