হোম > বিনোদন > গান

হাবিব-অন্তরার ‘ভাবিনি কখনো’

প্রথমবার হাবিব ওয়াহিদের সঙ্গে গাইলেন অন্তরা কথা। ‘ভাবিনি কখনো’ শিরোনামের দ্বৈত গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ।

হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে গানটির প্রকাশের পর বেশ সাড়ে পাওয়া গেছে। মন্তব্যের ঘরে সবাই যেন সেই পুরোনো হাবিব ওয়াহিদকে ফিরে পেয়েছেন। সঙ্গে অন্তরা কথারও প্রশংসা করছেন অনেকে। অন্তরার মাঝে অনেকে যেন ন্যান্সিকে খোঁজে পেয়েছেন।

গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের কথা অনুযায়ী সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। অন্তরা ভালো গেয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

অন্তরা কথা বলেন, ‘প্রথমবার হাবিব ভাইয়ের সঙ্গে গাইলাম। আমার একটা স্বপ্ন পূরণ হলো।’

এর আগে হাবিব ওয়াহিদ জানিয়েছিলেন, তাঁর ইউটিউব চ্যানেলে গত ২ বছরের ধারাবাহিকতায় নিয়মিতই নতুন গান আসছে। অনেক নতুন শিল্পীদের সঙ্গে কাজ করছেন তিনি।

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’