হোম > বিনোদন > গান

বাংলা ও হিন্দি মিলিয়ে প্রকাশের অপেক্ষায় আরও ১৩ গান

জন্মদিনে এল জুবিন গার্গের অপ্রকাশিত গান ‘অবুঝ পাখি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জুবিন গার্গ। ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫২ বছর বয়সে মারা যান ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গ। তাঁর মৃত্যু নিয়ে আছে রহস্য। অনেকে মনে করেন জুবিনের স্বাভাবিক মৃত্যু হয়নি। সেই বিষয়ে তদন্ত এখনো চলমান। বাংলাদেশের সিনেমায়ও গান গেয়েছেন জুবিন গার্গ। এ দেশে রয়েছে তাঁর অসংখ্য ভক্ত। গতকাল ছিল জুবিন গার্গের জন্মদিন। এ উপলক্ষে বাংলাদেশ থেকে প্রকাশ পেল তাঁর অপ্রকাশিত নতুন গান।

‘অবুঝ পাখি’ শিরোনামের গানটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও সংগীত আয়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলি। জুটি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে জুবিনের গাওয়া অপ্রকাশিত এই গান। গীতিকার জুলফিকার রাসেল বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল জুবিন গার্গের কণ্ঠে বেশ কিছু গান করার। গানের ভিডিও শুট করার কথা ছিল মেঘালয়ে। সে নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু তাঁর আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর জন্মদিনে আমাদের প্রথম নিবেদন রিলিজ হলো। আমার লেখা তাঁর কণ্ঠের এই গানটির সুর ও সংগীত করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলি।’

জুলফিকার রাসেল জানান, তাঁর লেখা ৭টি গানে কণ্ঠ দিয়েছেন জুবিন গার্গ। প্রতিটি গান বাংলার পাশাপাশি হিন্দি ভাষায়ও করা হয়েছে। যার একটি অবুঝ পাখি। বাকি গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ পাবে।

জুলফিকার রাসেল। ছবি: সংগৃহীত

জুলফিকার রাসেল বলেন, ‘১০ বছর আগে ২০১৫-১৬ সালে জুবিন গার্গ আমার লেখা ৭টি বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন। আসামে তাঁর ব্যক্তিগত স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল। পরে জুবিনের পরামর্শে সেগুলোর হিন্দি সংস্করণ করা হয়। বিভিন্ন সময় কলকাতায় গিয়ে সেগুলোর ভয়েস দিয়েছেন তিনি। বাংলা-হিন্দি মিলিয়ে সেই হিসাবে আমাদের কাছে ১৪টি ট্র্যাক রয়েছে। এই (অবুঝ পাখি) গানটির হিন্দি সংস্করণ শিগগিরই প্রকাশ করা হবে।’

সব গান প্রকাশের জন্য ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে জুবিনের স্ত্রী গরিমা গার্গের সঙ্গে। তাঁর অনুমতি নিয়েই শিল্পীর জন্মদিনে প্রকাশ করা হয়েছে অবুঝ পাখি। জুলফিকার রাসেল বলেন, ‘জুবিনের এই গানগুলো এখন মূল্যবান সম্পদ। জুবিন গার্গ যেহেতু পৃথিবীতে নেই, তাই তাঁর অপ্রকাশিত গানগুলো কীভাবে রিলিজ হবে তা নিয়ে আমাদের মধ্যে একধরনের চিন্তা ছিল। আমরা বিষয়টি পুরোপুরি জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গের ওপর ছেড়ে দিয়েছি। এ নিয়ে আলোচনার জন্য টুনাই দেবাশীষ গাঙ্গুলি ১৫ নভেম্বর আসামে গিয়ে গরিমা গার্গের সঙ্গে দেখা করেন। তবে গরিমা গার্গ অসুস্থ থাকায় বিস্তারিত আলোচনার সুযোগ হয়নি। তিনি আপাতত জুবিনের জন্মদিন উপলক্ষে একটি গান দ্রুত রিলিজের পরামর্শ দেন। তাই দ্রুততম সময়ে লিরিক্যাল মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। আমি আর টুনাই চাইছি, আমাদের করা সব গান ধীরে ধীরে প্রকাশ করে এ থেকে প্রাপ্ত অর্থ জুবিন গার্গের নামে থাকা ট্রাস্টে জমা দিয়ে জনকল্যাণমূলক কাজে অংশ নিতে।’

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’