হোম > বিনোদন > গান

কবিকে শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রসংগীত গাইলেন শফিক তুহিন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শফিক তুহিন। ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্রসংগীত গাইলেন সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। কবির ‘তুমি রবে নীরবে’ গানটি গেয়েছেন তাঁরা দুজন। সংগীত আয়োজন করেছেন সালমান জেইম। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। আজ দুপুরে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

শফিক তুহিন জানিয়েছেন, তুমি রবে নীরবে গানটির ভিডিওতে মডেল হয়েছেন জান্নাতি লিয়া। কোরিওগ্রাফি করেছেন ইমরুল হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে।

রবীন্দ্রসংগীত গাওয়া প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনে বড় হয়েছি। রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি ভালোবাসাটা তাই ছোটবেলা থেকেই তৈরি হয়ে আছে। বড় হয়ে যতই রবীন্দ্রনাথকে জেনেছি-বুঝেছি, ততই তাঁর সৃষ্টির প্রতি মুগ্ধতা বেড়েছে। বিশ্বকবির প্রয়াণ দিবসে এই গান তাঁর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। আগেও আমার কণ্ঠে একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করেছিলাম। সেটা প্রায় ছয় বছর আগে। গানটি ছিল “সুরের ধারা”। তুমি রবে নীরবে গানটিতে আমার সঙ্গে গেয়েছেন বন্নি হাসান। তিনিও খুব ভালো গান করেন। সব মিলিয়ে দর্শক-শ্রোতার ভালো লাগলেই আমাদের এই নিবেদন সার্থক হবে।’

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’