হোম > বিনোদন > গান

আজ সিলেটে বিপিএলের সংগীত উৎসব মাতাবেন জেমস ও আসিফ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বিপিএলের গত আসরের সমাপনী আয়োজন মাতিয়েছিলেন জেমস। এবারের বিপিএলেও তাঁর উপস্থিতি থাকবে, এমন গুঞ্জন ছড়িয়েছিল দিন পনেরো আগে। সে সময় নগর বাউলের পক্ষ থেকে জানানো হয়, এটা গুজব। তাদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি। তবে সোমবার বিপিএলের উদ্বোধনী আয়োজনে রাহাত ফতেহ আলীর পারফরম্যান্সের পর বিসিবি কর্তৃপক্ষ নিশ্চিত করল, জেমস থাকছেন এ আসরে।

ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার আয়োজিত হয় ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’। এই ফেস্টের মধ্য দিয়ে বিপিএলের উন্মাদনা শুরু হয়ে গেল। ৩০ ডিসেম্বর বিপিএল মাঠে গড়ানোর আগে আরও দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে। একটি সিলেটে, অন্যটি চট্টগ্রামে। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকাকেন্দ্রিক হলেও এবার সেটাকে তিন ভেন্যুতে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আসিফ আকবর। ছবি: সংগৃহীত

বিপিএল মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্বটি হবে আজ ২৫ ডিসেম্বর বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে। এ পর্বের প্রধান আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন নগর বাউল জেমস। তাঁর সঙ্গে থাকবেন আসিফ আকবর, মুজা, সঞ্জয় ও তোশিবা।

ইতিমধ্যে কনসার্টের টিকিটের মূল্যও প্রকাশ করেছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০০ টাকা। এই টিকিটে দর্শকেরা স্টেডিয়ামের গ্যালারিতে বসে কনসার্ট দেখতে পারবেন। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকার প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা।

বেলা আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের প্রবেশ গেট, খোলা থাকবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এ ছাড়া দর্শকেরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’