হোম > বিনোদন > গান

আসছে ইমরান-পড়শীর ‘দ্বিতীয় জীবন’

এক বছর পর চমক নিয়ে হাজির হচ্ছেন ইমরান-পড়শী জুটি। গানের পাশাপাশি পর্দাতেও নিজেদের প্রমাণ করেছেন তাঁরা। সর্বশেষ এক বছর আগে প্রকাশ হয় তাঁদের গানচিত্র ‘এক দেখায়’। 

সেই সূত্রে এবার তাঁরা হাজির হচ্ছেন ‘দ্বিতীয় জীবন’ নিয়ে। সিএমভির ব্যানারে এই বিশেষ গানচিত্র প্রকাশ হচ্ছে ৭ নভেম্বর। এমনটাই জানিয়েছেন প্রযোজক এসকে সাহেদ আলী। 

এ ব্যাপারে পড়শী বলেন, ‘প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়, মনের মতো করে করা যায়। এটি তেমনই হয়েছে।’ 

বান্দরবানে পাহাড়ের পাদদেশে গানটির শুটিংয়ে অনেক কষ্ট হয়েছে জানিয়ে পড়শী বলেন, ‘পাহাড়ের নিচে বালু, বালুর ওপর শুটিং। নিচে প্রচণ্ড গরম, মাথার ওপর গনগনে সূর্য। বালুর মধ্যে দাঁড়িয়ে রোমান্টিকতা কী আসে! সেই পরিস্থিতিতে রোমান্টিক দৃশ্য করা সহজ ছিল না।’ 

গানটি নিয়ে দারুণ আশাবাদী ইমরানও। তিনি বলেন, ‘এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকেরা। গানে একটা নতুন চমক পাবেন তাঁরা।’ 

গানচিত্রটি পরিচালনা করেছেন সৈকত রেজা। ‘দ্বিতীয় জীবন’ লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’