হোম > বিনোদন > হলিউড

দেড় মিলিয়ন ডলার অনুদান দিলেন স্পিলবার্গ দম্পতি

প্রাপ্য সম্মানী ও ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ), স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টের (এএফটিআরএ) আন্দোলনে স্থবির হয়ে আছে হলিউড। ন্যায্য পারিশ্রমিক ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত রেখে শিল্পীদের সৃজনশীলতার মূল্যায়নের দাবি নিয়ে গত ২ মে থেকে আন্দোলন শুরু করেন ডব্লিউজি-এর সদস্যরা। কিছুদিন পর তাঁদের সঙ্গে একাত্মতা জানান এসএজি এবং এএফটিআরএ-এর শিল্পীরা। কেটে গেছে আন্দোলনের ১৩৪তম দিন। হলিউডের লেখক ও অভিনয়শিল্পীরা আছেন কর্মবিরতিতে। ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত লেখক ও অভিনয়শিল্পীরা আন্দোলন চালিয়ে নিতে নির্ভর করছেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত অনুদানের ওপর। শুরু থেকেই এই আন্দোলনের অন্যতম সহযোগী হিসেবে পাশে ছিলেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও তাঁর স্ত্রী অভিনেত্রী কেট ক্যাপশো। এ দম্পতি এখন পর্যন্ত প্রায় দেড় মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন লেখক ও শিল্পীদের সংগঠনগুলোকে।

স্পিলবার্গ ও তাঁর স্ত্রীর কাছ থেকে পাওয়া অর্থ ব্যবহার হচ্ছে সংগঠনগুলোর এন্টারটেইনমেন্ট কমিউনিটি ফান্ডে। এ ফান্ড থেকে অভিনয়শিল্পীদের জীবনযাপনের খরচ দেওয়া হচ্ছে আন্দোলনের শুরু থেকে। এখন পর্যন্ত সাড়ে ৬ মিলিয়ন ডলার বিতরণ করা হয়েছে।

এ ছাড়া এ দম্পতির অনুদানের অর্থ দিয়ে ইমারজেন্সি ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম নামে একটি তহবিল করা হয়েছে। অসচ্ছলদের সহায়তায় ব্যবহার হবে এই তহবিল। সদস্যদের আবেদনের ভিত্তিতে ৫০ থেকে ১০০ জনকে অনুদান দেওয়া হবে। তাঁরা পাবেন বাড়িভাড়া, খাবার খরচ, চিকিৎসা খরচ ও প্রয়োজনীয় অন্যান্য খরচ বাবদ আর্থিক সহযোগিতা। 

লেখক ও শিল্পীদের আন্দোলনে এখনো শামিল হয়নি ডিরেক্টরস গিল্ড। স্পিলবার্গের এ অনুদান সাহস জোগাচ্ছে আন্দোলনকারীদের, উৎসাহ জোগাচ্ছে অন্য পরিচালকদের। তাই স্পিলবার্গ দম্পতির পাশাপাশি পরিচালক গ্রেগ বার্ল্যান্টি, রায়ান মারফি ও পল ফিগ নাম লিখিয়েছেন অনুদানদাতার তালিকায়।

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে