হোম > বিনোদন > হলিউড

মেসিকে মাঠে দেখতে তারাদের ভিড়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিএমও স্টেডিয়ামে আজ সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসিকে দেখতে মাঠে ছিলেন বিশ্বের জনপ্রিয় তারকারা।

মেসিকে মাঠে দেখতে প্রিন্স হ্যারি, সেলেনা গোমেজ, লিওনার্দো ডিক্যাপ্রিও, লেব্রন জেমস, টম হল্যান্ড, জেমস হার্ডেন, জেরার্ড বাটলার, জেসন সুডেকিস, টাইগা ও ওয়েন উইলসনের মতো তারকারা ভিড় করেন। সেখানেই জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের একটি মুহূর্তের ভিডিও রীতিমতো ভাইরাল। এ ছাড়া ম্যাচের বিভিন্ন সময়ে হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওকে দেখা গেছে।

সেলেনা গোমেজ ফুটবলার লিওনেল মেসির ফ্যানগার্ল। ম্যাচের ৩৮ মিনিটে বক্সের ভেতর থেকে গোল করার চেষ্টা করেন মেসি। কিন্তু এলএম টেনকে দারুণভাবে রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। সে সময় সেলেনা গোমেজের প্রতিক্রিয়া ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। সেলেনা তখন তাঁর উত্তেজনা ধরে রাখতে পারেননি। তখন সেলেনার সঙ্গে ছিলেন র‍্যাপার টাইগা।

মেসি গোল না পেলেও ২টি গোল করিয়েছেন। ইন্টার মিয়ামি ৩-১ গোলে সহজে জয় পেতে সক্ষম হয়। গত জুলাইয়ে মেসি আসার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ জয়ের দেখা পেয়েছিল ইন্টার মিয়ামি। সবকটি জয়েই সামনে থেকে নেতৃত্ব দেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়