হোম > বিনোদন > হলিউড

স্পাইডারম্যান-হাল্কের জনক স্ট্যান লি’র ডকুমেন্টারি বানাবে ডিজনি প্লাস 

বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় ‘মার্ভেল কমিকস’ এর স্বপ্নদ্রষ্টা স্ট্যান লির ১০০ তম জন্মদিনে একটি ডকুমেন্টারি নির্মাণের ঘোষণা দিয়েছে ডিজনি প্লাস। গত ২৮ ডিসেম্বর ছিল কিংবদন্তি এই কমিকস স্রষ্টার জন্মদিন। 

একটি টুইটের মাধ্যমে ডিজনি প্লাস জানায় ২০২৩ সালে ডকুমেন্টারিটি মুক্তি পাবে। 

টুইট বার্তায় ২৫ সেকেন্ডের টিজার শেয়ার করা হয়। টিজারের ক্যাপশনে ডিজনি লিখেছে, ‘আমাদের স্বপ্ন দেখার ১০০ বছর। সৃষ্টির ১০০ বছর। স্ট্যান লির ১০০ বছর। স্ট্যান লিকে নিয়ে একটি তথ্যচিত্র ২০২৩ সালে মুক্তি পাবে।’

১৯২২ সালের ২৮ ডিসেম্বর একটি অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন লি। তাঁর বাবা জ্যাক লিয়েবার ছিলেন একজন দরজি। পারিবারিক অসচ্ছলতাকে পেছনে ফেলে নিজের চেষ্টায় পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকায় উঠে আসেন তিনি। 

১৭ বছর বয়সে পরিবার চালাতে টাইমলি ম্যাগাজিন–এর কমিকস বিভাগে চাকরি নিয়েছিলেন লি। জ্যাক কার্বি ও স্টিভ ডিটকোর সঙ্গে যৌথভাবে তিনি অসংখ্য কাল্পনিক চরিত্র জন্ম দিয়েছেন, যার মধ্যে রয়েছে স্পাইডার-ম্যান, হাল্ক, ডক্টর স্ট্রেঞ্জ, ফ্যান্টাস্টিক ফোর, ডেয়ারডেভিল, ব্ল্যাক প্যান্থার, এক্স-মেন। তাঁর ভাই ল্যারি লিবারের সঙ্গে যৌথভাবে অ্যান্ট-ম্যান, আয়রন ম্যান এবং থর চরিত্রের সৃষ্টিও করেছেন তিনি। 

১৯৯৪ সালে কমিক বই শিল্পের ‘উইল এইসনার অ্যাওয়ার্ড হল অব ফেমে’ এবং ১৯৯৫ সালে ‘জ্যাক কার্বি হল অব ফেমে’ তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালে তিনি ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ লাভ করেন। ২০১৮ সালের ১২ নভেম্বর ৯৫ বছর বয়সে মারা যান কিংবদন্তি স্ট্যান লি।

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে