হোম > বিনোদন > হলিউড

হলিউডের সিনেমায় যৌন দৃশ্য কমেছে ৪০ শতাংশ, কারণ জানালেন গবেষক

সাম্প্রতিক সময়ে পুওর থিংস, সল্টবার্ন এবং অল অব আস স্ট্রেঞ্জারস–এর মতো চলচ্চিত্রকে পর্দায় যৌনতার পুনরুজ্জীবন হিসেবে চিহ্নিত করছেন দর্শক ও সমালোচকেরা। কিন্তু সিনেমাগুলো জেড জেনারেশনের (১৯৯৭ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্ম) দর্শকদের তেমন প্রেক্ষাগৃহে টানতে পারেনি। চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিললেও জেনারেশন জেডের এই অনাগ্রহ কিছুটা ধাঁধা তৈরি করেছে।

সে যাই হোক, নতুন এক গবেষণায় দেখা গেছে, হলিউডের সিনেমায় যৌন দৃশ্য দেখানোর প্রবণতা দ্রুত কমছে। চলতি সহস্রাব্দের (২০০০ সাল) শুরুর তুলনায় সাম্প্রতিক সময়ে প্রধান ও আলোচিত চলচ্চিত্রগুলোতে প্রায় ৪০ শতাংশ কম যৌন দৃশ্য রয়েছে।

সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্টের পৃষ্ঠপোষকতায় ডেটা বিশ্লেষক স্টিফেন ফলোস এ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন। ২০০০ সাল থেকে প্রতিবছর ২৫০টি করে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের ডেটা সংগ্রহ করা হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোতে যৌন দৃশ্যের পরিমাণ ২০০০ সালে শীর্ষ আয় করা ২৫০ সিনেমায় যত যৌন দৃশ্য দেখানো হয়েছে তার ৬০ শতাংশের কিছু বেশি ছিল। জনার (ধরন) অনুসারে, অ্যাকশন সিনেমাগুলোতে যৌন দৃশ্য কমে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি (প্রায় ৭০ শতাংশ)। তবে রোমান্টিক চলচ্চিত্রগুলোতে এই পরিবর্তন এসেছে খুব কম—মাত্র ২০ শতাংশের কিছু কম।

একই সময়ে, যৌন বিষয়বস্তু ছাড়াই শীর্ষ আয়কারী চলচ্চিত্রের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০০ সালে এমন চলচ্চিত্র ছিল প্রায় ১৮ শতাংশ, ২০২৩ সালে এই অনুপাত বেড়ে ৪৬ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ কোনো ধরনের যৌন দৃশ্য দেখানো ছাড়াই অনেক সিনেমা এখন ভালো ব্যবসা করছে।

গবেষণায় দেখা গেছে, সামগ্রিকভাবে সিনেমায় যৌন দৃশ্য কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো একটিও যৌন দৃশ্য নেই এমন সিনেমায় সংখ্যা বেড়েছে। এই ধরনের সিনেমায় সংখ্যা সবচেয়ে বেশি ছিল ২০১৯ সালে। এ বছর শীর্ষ আয় করা ২৫০ সিনেমার অর্ধেকেই কোনো যৌন দৃশ্য ছিল না। যৌন দৃশ্য শূন্য সিনেমার সংখ্যা গত বছর কিছুটা বাড়লেও সবচেয়ে বেশি আয় করা সিনেমার ৪৬ শতাংশই ছিল এমন।

ফলোসের প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়েছে, যৌন দৃশ্যের এই হ্রাসের সবচেয়ে বড় অনুঘটক—শুধু পর্দায় কম যৌন দৃশ্য দেখানোই নয়, আনুপাতিকভাবে কম সিনেমায়ও এখন যৌন দৃশ্য দেখানো হচ্ছে।

প্রতিবেদনটিতে পুওর থিংসের মতো চলচ্চিত্র নিয়ে চলমান বিতর্কের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এমা স্টোন অভিনীত এই সিনেমায় প্রচুর যৌন দৃশ্য রয়েছে। পাশাপাশি রোসামুন্ড পাইক অভিনীত সল্টবার্নের একটি ‘স্নানের দৃশ্য’ নিয়েও ব্যাপক আলোচনা রয়েছে।

প্রতিবেদনে আরও দেখা গেছে, সিনেমায় যৌন দৃশ্য কমলেও অন্যান্য তথাকথিত ‘আপত্তিকর’ বিষয় সিনেমায় দেখানোর প্রবণতা একই হারে কমছে না। যেমন, চলচ্চিত্রে গালিগালাজ বা অশ্লীল শব্দের ব্যবহার, মাদকের ব্যবহার এবং সহিংসতা ২০০০ সালের মতো প্রায় একই স্তরে রয়েছে। এর মধ্যে সহিংস দৃশ্য দেখানোর প্রবণতা কিছুটা বেড়েছে।

সিনেমায় যৌন দৃশ্য কম দেখানোর পেছনে বেশ কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন গবেষক স্টিফেন ফলোস। এর মধ্যে দর্শকদের রুচির পরিবর্তন অন্যতম। এখন নির্মাতারা কনটেন্ট বা গল্প ও উপস্থাপনকে অগ্রাধিকার দিচ্ছেন। যৌন দৃশ্য সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে বা আরও দক্ষতা ও চালাকির সঙ্গে উপস্থাপন করা হচ্ছে।

চলচ্চিত্রের বৈশ্বিক বাজার সম্প্রসারণ ও বৈচিত্র্যের কারণে সিনেমা মুক্তির সময় যৌন দৃশ্য নিয়ে উদ্বেগ বড় হয়ে ওঠে। কারণ কিছু দেশে এমন দৃশ্য সেন্সরের মুখে পড়তে পারে বা শুধু এ কারণেই সিনেমা মুক্তিই বাধার মুখে পড়তে পারে। এ ছাড়া সব বয়সের দর্শক টানতে যাতে কোনো বাধা না থাকে সে জন্য নির্দিষ্ট রেটিংয়ের সিনেমা বানানো হচ্ছে না। কারণ এতে নির্দিষ্ট বয়স বা শ্রেণির দর্শক কমে যেতে পারে।

চলচ্চিত্রে এখনো ঘনিষ্ঠ দৃশ্য সমন্বয় ও পরিচালনার জন্য পেশাদারের অনেক সংকট রয়েছে। ফলোসের আগের একটি বিশ্লেষণে দেখানো হয়, ২০২০ সাল থেকে সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য সমন্বয়কারীর অংশগ্রহণ আট গুণ বেড়েছে। যৌন দৃশ্য কমে যাওয়ার পেছনে এই সমন্বয়কারীদের প্রভাবও বড় ভূমিকা রাখছে।

হলিউডের সিনেমায় যৌন দৃশ্য কমে যাওয়ার পেছনে কারণ হিসেবে আরেকটি বিষয়কে সামনে এনেছেন স্টিফেন ফলোস। তাঁর মতে, জেনারেশন জেড এখন যৌনতায় আগ্রহ কম দেখাচ্ছে। সেই সঙ্গে অনলাইনে পর্নো ছবি সহজলভ্য হয়ে যাওয়ায় প্রাপ্তবয়স্কদের কনটেন্ট দেখার জন্য মানুষ সিনেমা দেখতে যায় না।

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে