২০ বছরের অম্ল-মধুর সম্পর্কের অবসান হলো। চার হাত এক হলো হলিউডের জনপ্রিয় তারকা জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিয়ে সারলেন আলোচিত এই জুটি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, বিয়ের খবর নিশ্চিত করেছেন সংগীত তারকা ও হলিউড অভিনেত্রী নিজেই।
জেনিফার তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘আমরা বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছরের ধৈর্যের অবসান হলো। আমাদের ভালোবাসা পরিণতি পেল।’
২০০২ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ের সময় সাক্ষাৎ এই যুগলের। ২০০৩ সালে তাঁদের বাগদান হয়। যদিও এর পরের বছরই বাগদান ভেঙে যায়।