হোম > বিনোদন > হলিউড

সেলেনা গোমেজের বিয়ের তারিখ ফাঁস

বিনোদন ডেস্ক

সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। ছবি: ইনস্টাগ্রাম

ফাঁস হয়ে গেল সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিয়ের তারিখ। দীর্ঘদিনের প্রেমিক সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোকে আগামী সেপ্টেম্বরে বিয়ে করতে চলেছেন তিনি। ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেন্যুতে দুই দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন। এরই মধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনা ও ব্ল্যাঙ্কোর পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। তালিকায় রয়েছে টেইলর সুইফট ও তাঁর প্রেমিক ট্রাভিস কেলসি, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিনেমার কলাকুশলী, ব্ল্যাঙ্কোর সহকর্মীসহ অনেকে।

সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। ছবি: ইনস্টাগ্রাম

উইকেন্ডে হবে এই অনুষ্ঠান। যেহেতু দুই দিনের অনুষ্ঠান, তাই রাত্রিযাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে অতিথিদের।

২০২৩ সালের জুনে প্রেমের সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। ওই বছরের ডিসেম্বরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এক বছরের মাথায় গত বছরের ডিসেম্বরে বাগদান সারেন তাঁরা। ওই সময় সেলেনা জানিয়েছিলেন, ব্ল্যাঙ্কোর সঙ্গে সব সময় নিরাপদ বোধ করেন তিনি। তাই সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেমের সম্পর্কে জড়ানোর আগে একসঙ্গে দুজন বেশ কিছু কাজও করেছেন। সেলেনার ‘কিল এম উইদ কাইন্ডনেস’ গানের প্রযোজক ছিলেন ব্ল্যাঙ্কো, গানটি প্রকাশ পেয়েছিল ২০১৫ সালে। ২০১৭ সালে প্রকাশিত সেলেনার আরেকটি গান ‘ট্রাস্ট নোবডি’ যৌথভাবে লিখেছিলেন ব্ল্যাঙ্কো, প্রযোজনাও করেছিলেন তিনি।

সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। ছবি: ইনস্টাগ্রাম

এ ছাড়া ব্ল্যাঙ্কোর ‘আই কান্ট গেট এনাফ’ গানে সহশিল্পী ছিলেন সেলেনা, গানটির ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে তাঁকে।

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে